বলান্টীয়ার্স স্যোস্যাল সার্বিসের কর্মী প্রশিক্ষণ শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২১শে ডিসেম্বর  থেকে ২৫শে ডিসেম্বর  এই ৫ দিন ধরে  বলান্টীয়ার্স সোস্যাল  সার্বিসের V. S.S) কর্মী প্রশিক্ষণ  শিবির অনুষ্ঠিত  হ’ল ৷ এই  ৫দিনের শিবিরে  প্রায় ২০০ স্বেচ্ছাসেবী কর্মী যোগদান  করেন৷ তাঁদের  শারীরিক  সুস্থতা, মানসিক  শক্তিবৃদ্ধি  ও তার  সঙ্গে সঙ্গে কীভাবে  নিপীড়িত  মানবতার সুষ্ঠুভাবে সার্বিক কল্যাণ করা যায় - তাঁর প্রশিক্ষণ দেওয়া হয়৷  শিবিরে প্রতিদিন পিটি, প্যারেড , লাঠিখেলা, ক্যারাটে  প্রভৃতির  প্রশিক্ষণ দেওয়া হয়৷  তাছাড়া ক্রিকেট ও ফুটবল  টুর্র্নমেন্টেরও ব্যবস্থা  ছিল৷  শিবিরে  মোবাইলের  ব্যবহারের ওপর  এক  বিতর্কসভারও আয়োজন  করা  হয়েছিল৷  এই বিতর্ক সভা  থেকে  যে গুরুত্বপূর্ণ কথাটি  উঠে এসেছিল  তা হল  আমরা  যেকোনো বিজ্ঞানের অবদানকে যদি আমরা  শুভপথে সদ্ব্যবহার  করি  তা নিশ্চয়ই  মানুষের  কল্যাণ করবে৷  তা না  করলে তা ক্ষতিকর  হয়ে  উঠবে৷ তাই, মানুষের  কর্তব্য  নিজের  মনকে  সবসময়  শুভপথে  পরিচালনা  করার  জন্যে আত্মানুশীলন করা৷ এই শিবিরে  বলান্টীয়ার্স সোস্যাল সার্বিসের  আদর্শের  ওপর  তথা  আদর্শ মানুষ  হওয়া  তথা  আদর্শ সমাজসেবা ব্রতী হওয়ার  জন্যে কী কী  করা উচিত--- এ সম্পর্কে বিভিন্ন  প্রশিক্ষক তাঁদের  মূল্যবান  বক্তব্য রাখেন৷  তাঁদের  মধ্যে  ছিলেন  আচার্য মোহনানন্দ  অবধূত, আচার্য ধ্যানেশানন্দ  অবধূত, আচার্য বীতমোহানন্দ  অবধূত, আচার্য বিকাশানন্দ অবধূত প্রমুখ৷

২৫ তারিখে এক  উপভোগ্য  ‘সেরিমোনিয়্যাল প্যারেডের  মধ্যে  দিয়ে  শিবিরটি সম্পন্ন হয়৷ এই শিবিরটির  পরিচালনার  দায়িত্বে ছিলেন  আচার্য সর্বজয়ানন্দ অবধূত ও অন্যান্য বি.এস.এস এর কর্মকর্র্তগণ৷