বঙ্গাইগাও শহরে আনন্দমার্গী প্রথায় বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৮ই জুন সন্ধ্যায়, অসমের বঙ্গাইগাঁও অধিবাসী শ্রী নকুলচন্দ্র সাহা ও শ্রীমতী শুকতারা সাহার প্রথমা কন্যা কল্যাণীয়া নিবেদিতার সঙ্গে পশ্চিমবঙ্গের রঘুনাথগঞ্জ নিবাসী স্বর্গীয় আশুতোষ সাঁতরা ও স্বর্গীয়া জ্যোৎস্না সরকারের কনিষ্ঠ পুত্রের শুভ বিবাহ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রবর্ত্তিত সমাজশাস্ত্রানুসারে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়৷ প্রভাত সঙ্গীত, কীর্ত্তন, সাধনা, গুরুপূজার পর শহরের সুসজ্জিত ‘টেরাপন্থ ভবনে’ বিভিন্ন স্থান থেকে আগত শত শত অতিথিবৃন্দ আনন্দমার্গের সন্ন্যাসী-সন্ন্যাসিনীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই শুভ বিবাহে পাত্রপক্ষে পৌরোহিত্য করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত ও পাত্রীপক্ষে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দসুমিতা আচার্যা৷ সমস্ত অনুষ্ঠানটি অতীব সুন্দরভাবে সঞ্চালনা করেন শ্রীমতী জয়া সাহা৷