সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২৯ ফেব্রুয়ারী বনগাঁ (উত্তর ২৪ পরগণা) আনন্দমার্গ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়৷ এই অনুষ্ঠানে সভাপতি ছিলেন আচার্য গুণারাগানন্দ অবধূত ও প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন আচার্য অভিব্রতানন্দ অবধূত, এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপ্যাল আচার্য সর্বানন্দ অবধূত, সর্বশ্রী কৃষ্ণাস্বরূপ বিশ্বাস, নীলকমল বিশ্বাস, কৃষ্ণশঙ্কর মুখার্জী, ডঃ অরুণ বিশ্বাস প্রমুখ৷
নীলদর্পণ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা নাচ,গান, বাংলা ছড়া, ও কবিতা আবৃত্তি, ইংরেজী রাইমস্ ও সংসৃকত শ্লোক প্রভৃতি পরিবেশন করে হল ভর্তি দর্শকদের মোহিত করে দেয়৷ অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল প্রভাত সঙ্গীত অবলম্বনে নাটক ‘উত্তরণ’৷ দর্শকরা সবাই এই নাটক সহ অন্যান্য সমস্ত সাংস্কৃতিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন৷