গত ২১শে জানুয়ারী,২৪ সেহানা (চাঁদপাড়া) নিবাসী শ্রী কৃষ্ণপদ মন্ডল মহাশয়ের বাড়ীতে সকাল সাড়ে ছ’’টা থেকে দুপুর সাড়ে বার’টা পর্যন্ত অখণ্ড ‘বাবা নাম কেবলম’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়েছে৷ কীর্ত্তনে স্থানীয় ইউনিট সহ অনেক দাদা-দিদি, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী উপস্থিত ছিলেন ও কীর্ত্তন করেছেন৷ কীর্ত্তনের মাঝে গ্রামের পথে কীর্ত্তন পরিক্রমাও হয়েছে৷
কীর্ত্তন শেষে সাধনা ও স্বাধ্যায়ের পরে কক্তব্য রাখেন কৃষ্ণনগর (আনন্দমার্গ প্রচারক সংঘের নারী কল্যাণ বিভাগের কৃষ্ণনগর ডায়োসিস সচিব) দিদি অবধূতিকা আনন্দ অন্নেষা আচার্যা ও আচার্য সৌম্যসুন্দরানন্দ অবধূত দাদা (কৃষ্ণনগর ডায়োসিস সচিব)৷ তাঁরা তাঁদের বক্তব্যে কীর্ত্তনের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করেন৷ এখন মানুষ এত ভোগবাদী হওয়ার পশ্চাতের কারণ হিসেবে ব্যাখ্যা করেন যে তারা ঈশ্বরের দিকে মন না দিয়ে ব্যস্ত থাকছে জাগতিক বস্তু নিয়ে৷ আনন্দমার্গ মিশন আদর্শ মানুষ তৈরী করার ব্রত নিয়েছে--তাঁদের বক্তব্যে সেটা তুলে ধরেন৷
সকলকে ধন্যবাদ জানান গৃহকর্তা শ্রী কৃষ্ণপদ মন্ডল৷ তিনি সবাইকে মিলিত প্রসাদ গ্রহণ করতে অনুরোধ করেন৷