বনগাঁয় অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২১শে জানুয়ারী,২৪ সেহানা (চাঁদপাড়া) নিবাসী শ্রী কৃষ্ণপদ মন্ডল মহাশয়ের বাড়ীতে সকাল সাড়ে ছ’’টা থেকে দুপুর সাড়ে বার’টা পর্যন্ত অখণ্ড ‘বাবা নাম কেবলম’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়েছে৷ কীর্ত্তনে স্থানীয় ইউনিট সহ অনেক দাদা-দিদি, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী উপস্থিত ছিলেন ও কীর্ত্তন করেছেন৷ কীর্ত্তনের মাঝে গ্রামের পথে কীর্ত্তন পরিক্রমাও হয়েছে৷

কীর্ত্তন  শেষে সাধনা ও স্বাধ্যায়ের পরে কক্তব্য রাখেন কৃষ্ণনগর (আনন্দমার্গ প্রচারক সংঘের নারী কল্যাণ বিভাগের কৃষ্ণনগর ডায়োসিস সচিব) দিদি অবধূতিকা আনন্দ অন্নেষা আচার‌্যা ও আচার‌্য সৌম্যসুন্দরানন্দ অবধূত দাদা (কৃষ্ণনগর ডায়োসিস সচিব)৷ তাঁরা তাঁদের বক্তব্যে কীর্ত্তনের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করেন৷ এখন মানুষ এত ভোগবাদী হওয়ার পশ্চাতের কারণ হিসেবে ব্যাখ্যা করেন যে তারা ঈশ্বরের দিকে মন না দিয়ে ব্যস্ত থাকছে জাগতিক বস্তু নিয়ে৷ আনন্দমার্গ  মিশন   আদর্শ মানুষ তৈরী করার ব্রত নিয়েছে--তাঁদের বক্তব্যে সেটা তুলে ধরেন৷

সকলকে ধন্যবাদ জানান গৃহকর্তা শ্রী কৃষ্ণপদ মন্ডল৷  তিনি সবাইকে মিলিত প্রসাদ গ্রহণ করতে অনুরোধ করেন৷