বনগাঁয় অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৬ই মার্চ উত্তর২৪ পরগনা জেলার বনগাঁ হরিদাসপুর ও সিমুলতলায় অখণ্ড বাবা নাম কেবলম্‌ অষ্টাক্ষরী মহানামমন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ হরিদাসপুরের বিশিষ্ট আনন্দমার্গী শ্রী শৈলেন বিশ্বাস তার নবনির্মিত গৃহে গৃহপ্রবেশ অনুষ্ঠান উপলক্ষ্যে তিনঘন্টা অখণ্ড কীর্ত্তনের আয়োজন করেন৷ স্থানীয় মার্গী ভাইবোন ছাড়াও শৈলেন বিশ্বাসের আত্মীয় পরিজন ও বহু সাধারণ মানুষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন৷ কীর্ত্তনশেষে মিলিত সাধনার পর স্বাধ্যায় করেন আচার্য বোধিসত্ত্বানন্দ অবধূত৷ এরপর আনন্দমার্গ দর্শন ও কীর্ত্তন বিষয়ে বক্তব্য রাখেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ গৃহপ্রবেশ অনুষ্ঠান পরিচালনা করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী অসীম বিশ্বাস৷

ওইদিন পার্শ্ববর্তী শিমুলতলা গ্রামে স্থানীয় আনন্দমার্গী শ্রীমরকৃষ্ণ বিশ্বাসের নবনির্মিত বাসভবনের গৃহপ্রবেশ অনুষ্ঠান আনন্দমার্গে চর্যাচর্য বিধিমতে অনুষ্ঠিত হয়৷ এখানেও তিনঘন্টা অখণ্ড বাবা নাম কেবলম্‌ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ গৃহপ্রবেশ অনুষ্ঠান পরিচালনা করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷