বনগাঁয় আলোচনা সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ ট্যাংরা কলোনিতে গত ২রা অক্টোবর আনন্দমার্গ দর্শন ভিত্তিক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় বর্তমানে নৈতিক অধঃপতন, সাংস্কৃতিক অবক্ষয় ও অন্ধবিশ্বাস কুসংস্কারের আবর্জনায় ভরা তথাকথিত ধর্মমত সমাজকে চরম অধঃপতের দিকে ঠেলে দিয়েছে৷ সমাজকে এই বিপর্যস্ত অবস্থা থেকে পরিত্রাণের সুস্পষ্ট পথনির্দেশনা দিয়েছে আনন্দমার্গ দর্শন৷ এইদিন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত আনন্দমার্গের আধ্যাত্মিক সামাজিক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ে আলোচনা করেন৷ তাঁর আলোচনার মূল বিষয়বস্তু ছিল সমাজকে এই বিপর্যস্ত অবস্থা থেকে মুক্ত করতে গেলে সবার আগে চাই সৎ নীতিবাদী ও আদর্শ মানুষ৷ আনন্দমার্গ হচ্ছে সেই মানুষ গড়ার মিশন৷ মানুষ জন্মালেই মানুষ নয়, মানুষকে মানব ধর্মের সাধনা করেই মনুষ্যত্ব অর্জন করতে হয়৷ তবেই একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে৷ আজকের সমাজে সেই মানুষের অভাব৷

আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত বলেন মানুষকে আগে আদর্শ মানুষ হবে হিসেবে গড়ে উঠতে হবে তবেই একজন মানুষ আদর্শ মানব সমাজ গড়ার কাজে ব্রতী হতে পারেন৷ বেশ কয়েকজন ছাত্রছাত্রা আনন্দমার্গের আদর্শে দীক্ষিত হন৷ সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন শ্রী অসীম বিশ্বাস৷ এছাড়া ছিলেন কৃষ্ণনগর ডায়াসিস সচিব আচার্য পরাজ্ঞানানন্দ অবধুত, আচার্য প্রমথেশানন্দ অবধুত, আনন্দমার্গ প্রচারক সংঘের নারী কল্যাণ বিভাগের কৃষ্ণনগর ডায়োসিস সচিব অবধূতিকা আনন্দন্বেষা আচার্যা প্রমুখ৷