বনগাঁ ঃ গত ১৭ই জানুয়ারী বনগাঁয় মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শুভ পদার্পণ দিবস পালিত হ’ল৷ ১৯৭৯ সালের ১৭ই জানুয়ারী মার্গগুরুদেব এখানে তৎকালীন বিশিষ্ট আনন্দমার্গী ডাঃ নরেন্দ্র মল্লিকের বাসভবনে এসেছিলেন ও টাউনহলে আনন্দমার্গীদের সমাবেশে প্রবচন দিয়ে সবাইকে আশীর্বাদ-ধন্য করেছিলেন৷
এই দিনটির স্মরণে প্রতিবছরের মত এবারেও গত ১৭ই জানুয়ারী আনন্দমার্গীরা এখানে সমবেত হয়ে প্রভাত সঙ্গীত ও অখণ্ড কীর্ত্তন করেন৷ অখণ্ড কীর্ত্তন শেষে মিলিত সাধনার পর স্কুলের প্রিন্সিপ্যাল আচার্য সর্র্বনন্দ অবধূত, আচার্য চিরঞ্জয়ানন্দ অবধূত ও আরও কয়েকজন ‘বাবা’র শুভ পদর্পণের স্মৃতিচারণ করে’ মার্গের আদর্শের ওপর বক্তব্য রাখেন৷
এই অনুষ্ঠানের পর স্থানীয় আনন্দমার্গ স্কুলে দুঃস্থ মানুষদের মধ্যে ৮০টি গরম চাদর বিতরণ করা হয় ও নারায়ণ সেবার আয়োজন করা হয়৷
ইয়ূনিট সেক্রেটারী সহ সমস্ত আনন্দমার্গীদের মিলিত উদ্যোগে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়৷