বনগাঁয় প্রাউট পরিক্রমা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৪,৫ই সেপ্ঢেম্বর উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমায় প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের বনগাঁ শাখার উদ্যোগে পথ পরিক্রমা ও সভার আয়োজন করা হয়েছিল৷ ৪ঠা সেপ্ঢেম্বর সকাল ৮-৩০ মিঃ বাইক ও ট্যাবলো নিয়ে একটি সুসজ্জিত শোভাযাত্রা বনগাঁ শহর থেকে বার হয়ে ট্যাংরা কলোনী হয়ে পাঠ শিমুলিয়া, করুলীয়া হেলেঞ্চা থেকে গোপাল নগর পৌঁছায়৷ প্রতিটি জায়গায় পথ সভা অনুষ্ঠিত হয়৷ গোপাল নগর বাজারে সভার পর শোভাযাত্রা বনগাঁয় ফিরে রাত্রি যাপন করে৷

৫ই সেপ্ঢেম্বর সকাল ৯টায় বনগাঁ শহর থেকে বাহির হয়ে ঝিকিরা বাজার, চাঁদপাড়া, ঠাকুরনগর, ঝাউডাঙ্গা আঙ্করাইল হয়ে বনগাঁ মতিগঞ্জে পৌঁছায়৷ প্রতিটি জায়গায় পথসভার পর মূল সভা অনুষ্ঠিত হয় মতিগঞ্জে৷

বর্তমান সামাজিক অর্থনৈতিক সংকট থেকে প্রাউটের পথেই পরিত্রান সম্ভব৷ সভায় বক্তাদের বক্তব্যের এটাই ছিল বিষয়৷ সভাগুলিতে বক্তব্য রাখেন---নিতাই মণ্ডল, তপোময় বিশ্বাস, শ্যামল বিশ্বাস প্রমুখ৷ মতিগঞ্জ সভায় ছিলেন আচার্য প্রসুনানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ অন্বেষা, মোহন অধিকারী, তপোময় বিশ্বাস, নিতাই মণ্ডল, অরূপ বিশ্বাস, সঞ্জীব বিশ্বাস, সাগরিকা পাল প্রমুখ৷