সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২৭শে নভেম্বর উঃ ২৪ পরগণা জেলার বনগাঁ মহকুমার জোকা গ্রামে স্থানীয় আনন্দমার্গ ইয়ূনিটের ব্যবস্থাপনায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারের আয়োজন করেছিলেন মহাদেব বিশ্বাস, আচার্য গোপেশানন্দ অবধূত ও স্থানীয় ইয়ূনিটের মার্গীভাইবোনেরা৷
আলোচনায় আনন্দমার্গ দর্শনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বনগাঁ ডিট.এস আচার্য কৃষ্ণপ্রাণানন্দ অবধূত, আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত,অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা প্রমুখ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী অসীম বিশ্বাস৷ বহু স্থানীয় মানুষ আগ্রহের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন৷