১৯শে ডিসেম্বর থেকে বনগাঁয় শুরু হ’ল প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের প্রাউট প্রশিক্ষণ শিবির৷ ২২শে ডিসেম্বর পর্যন্ত এই শিবির চলবে৷ ইতোমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রাউটিষ্ট কর্মীরা এসে পৌঁছেছেন৷ অন্যান্য রাজ্য থেকেও প্রাউটিষ্ট কর্মীরা এই শিক্ষা শিবিরে যোগ দিয়েছেন৷
১৯ তারিখ সকাল ৯টা থেকে অখণ্ড মহানাম মন্ত্র ‘বাবনাম কেবলম্’ কীর্ত্তন দিয়ে অনুষ্ঠান শুরু হয়৷ তিন ঘণ্টা কীর্ত্তন শেষে মধ্যাহ্ণ ভোজনের পর আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ শিবির শুরু হয়৷
প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের দিল্লি সেক্টরের মুখ্য সচিব আচার্য সুপ্রভানন্দ অবধূত বলেন---বর্তমান বিশ্ব সমস্যা জর্জরিত৷ সংকীর্ণতাবাদ, প্রাদেশিকতাবাদ, সাম্প্রদায়িকতা, জাতিভেদ, জাতীয়তাবাদ, অসংস্কৃতি, অবাধ দুর্নীতি মানব সমাজকে চরম অধোগতির দিকে নিয়ে যাচ্ছে৷ এ যাবৎ প্রচলিত সামাজিক-অর্থনৈতিক তত্ত্বগুলি সমস্যা সমাধানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে৷
তিনি আরও বলেন---বর্তমান পরিস্থিতিতে শ্রদ্ধেয় শ্রীপ্রভাতরঞ্জন সরকার প্রবর্ত্তিত ‘প্রাউট’ তত্ত্বই সকল সমস্যা সমাধানের একমাত্র পথ৷
চারদিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে অর্থনীতির বেহাল দশা, মন্দার কারণ ও পরিত্রাণের পথ, সামাজিক ঐক্য ও শান্তির উপায়, উপযুক্ত নেতৃত্ব গড়ে তোলার বিষয়গুলি নিয়ে আলোচনা হবে৷ আলোচনায় অংশগ্রহণ করবেন প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের কেন্দ্রীয় সংঘঠন সচিব আচার্য প্রসূনানন্দ অবধূত, আচার্য ধ্যানাত্মানন্দ অবধূত, আচার্য বিকাশানন্দ অবধূত, আচার্য অমৃতবোধানন্দ অবধূত, আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত প্রমুখ৷