সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
করোনার চতুর্থ ঢেউ কি আসন্ন! গত দুদিনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার সেই আশঙ্কাই করাচ্ছে৷ গত ১৪ই জুন দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছিল ১৩৫ জন৷ কিন্তু ১৫ই জুন আক্রান্তের হার প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি পেয়ে হয় ২৩০জন আক্রান্ত৷ এর মধ্যে কোলকাতাতেই আক্রান্ত ১০৫ জন৷ উত্তর ২৪ পরগণায় ৬৮জন দক্ষিণ ২৪ পরগণায় আক্রান্তের সংখ্যা ১৩জন হাওড়ায় ৮ ও হুগলীতে ৫ জন৷ স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা বঙ্গে করোনার প্রত্যাবর্তন শুরু হয়ে গেছে৷ তাঁদের অভিমত অবিলম্বে করোনা বিধি মেনে চলার ওপর জোর দিতে পথে ঘাটে মাস্ক পরা মানুষ চোখেই পড়ে না৷ এই পরিস্থিতি চতুর্থ ঢেউয়ের আশঙ্কা তৈরী করছে৷