অত্যাধিক বৃষ্টি এবং ডিভিসি ছাড়া প্রায় তিন লক্ষ কিউসেক জলের কারণে হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়৷ গত ২৯ সেপ্ঢেম্বর ২০২৪ রবিবার সকাল ১০ টা হইতে বিকাল চারটে পর্যন্তAMURT এর পক্ষ থেকে হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত খানাকুল এক নম্বর ব্লকের অধীন অরুন্ডা গ্রাম পঞ্চায়েতের ২৪ পুর গ্রামে প্রায় আড়াই হাজার জন বন্যা কবলিত মানুষের মধ্যে চিঁড়ে গুড় মুড়ি বাতাসা চিনি বিস্কুট পানীয় জল বাচ্চাদের দুধ ও ফলের জুস বিতরণ করা হয়৷ এছাড়াওAMURT পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়৷এই মেডিকেল ক্যাম্পে পরিচালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট স্বনামধন্য এমবিবিএস ডক্টর তথা হুগলি জেলার ভুক্তি প্রধান দাদা, মৃণাল কান্তি রায় এবং হোমিওপ্যাথি ডক্টর বাবু তথা ভান্ডারহাটি আনন্দমার্গ স্কুলের শিক্ষক তথা বিশিষ্টLFT সুচাঁদ ধারা৷ প্রায় দুই শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়৷ এই কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন সম্মানীয় হুগলি জেলার ডিএস আচার্য সুবিকাশানন্দ অবধূত ও আনন্দ মধুপর্না আচার্যা৷ এই কর্মযজ্ঞ সুন্দরভাবে পরিচালনার জন্য আনন্দমার্গের সন্ন্যাসী দাদা ও সন্ন্যাসী দিদিদের সঙ্গে বালিপুর আনন্দ মার্গ স্কুলের শিক্ষকগণ এবং স্থানীয় আনন্দমার্গ দাদা দিদি ও এলাকার স্বেচ্ছাসেবক দাদা দিদি অক্লান্ত পরিশ্রম করে প্রোগ্রামটি সফল করেন৷ এলাকার লোকজন আনন্দমার্গের এইরূপ কর্মযজ্ঞে খুবই আপ্লুত ও আনন্দিত৷ হাওড়া জেলার জয়পুর ব্লকের দক্ষিণ ভাটোরায় AMURT-এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ও চিকিৎসা শিবির খুলে চিকিৎসার ব্যবস্থা করা হয়৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়