বন্যার কবলে বাংলাদেশ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও বান্দরবানে৷ বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে৷ তারা ইতোমধ্যে বিভিন্ন রকমের  ত্রাণ, ওষুধ ও জরুরি জিনিসপত্র বিলির কাজে অংশ নেয়৷ বিলির কাজে অংশ নেবে সেনা৷ সেনার তরফে বিবৃতিতে বলা হয়েছে, যতক্ষণ বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসছে, ততক্ষণ মোতায়েন থাকবে সেনা৷ চট্টগ্রাম ও বান্দরবান ছাড়া অন্য এলাকাতেও বন্যা পরিস্থিতির উপর নজর রাখছে সেনাবাহিনী৷

বন্যার প্রভাব সব থেকে বেশি পড়েছে বান্দারবান ও চট্টগ্রামে৷ বান্দরবানে ধসের কারণে ভেঙে পড়েছে বহু রাস্তা৷ যোগাযোগ বিচ্ছিন্ন বেশ এলাকা৷  বিদ্যুৎ সংযোগও নষ্ট হয়ে গেছে৷ মোবাইল ও ইন্টারনেটও কাজ করছে না৷ বান্দরবান জেলায় ২০০টিরও বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে৷ সেখানেই আশ্রয়ে নিয়েছেন বহু মানুষ৷

অন্যদিকে ভারী বৃষ্টির জন্য রাস্তায় জল জমার কারণে চট্টগ্রাম জেলা সব শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়েছে৷ জেলার বহু জায়গা জলমগ্ণ হয়ে পড়েছে৷ পানীয় জল, খাবারের অভাব দেখা দিয়েছে৷ তিন লক্ষ বাসিন্দার দৈনিক জনজীবন বিপর্যস্ত৷ আবহাওয়া দফতর জানিয়েছে,আরও একদিন ভারী বৃষ্টি চলতে পারে৷