ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ব্রাজিলের কোচ কী দল ঘোষণা করলেন, তা নিয়ে ফুটবল মহলে আগ্রহ তুঙ্গে৷ কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে ব্রাজিলের কোচ তিতে৷ গত সোমবার রিয়ো ডি জেনেরাতো ২৬ জনের ফুটবলারের নাম প্রকাশ করেন তিনি৷ দলে ন’জন ফরোয়ার্ড৷ তবে চোটের কারণে বাদ পড়লেন ফিলিপে কুতিনহো৷ চূড়ান্ত দলে ডাক পেলেন ৩৯ বছর বয়সি ডিফেন্ডার দানি আলভেসও!
ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ব্রাজিলের কোচ কী দল ঘোষণা করেন, তা নিয়ে আগ্রহ তুঙ্গে ছিল ফুটবল মহলে৷ গত সোমবার ভারতীয় সময় রাত দশটা নাগাদ যাবতীয় জল্পনার অহসান ঘটান তিনি৷ আক্রমণাত্মক ফুটবলকে অস্ত্র করেই যে তিতে বিশ্বসেরা হতে চান, তা ন’জন ফরোয়ার্ডকে দলে রাখেই বুঝিয়ে দিয়েছেন৷ নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রে সঙ্গে রয়েছেন রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, পেদ্রো, রাফিনহা, রদ্রিগো, অ্যান্টনি ডস স্যান্টোস ও ভিনিসিয়াস জুনিয়ার৷ জায়গা হল না লিভারপুলের রবের্র্তে ফির্মিনোর৷ তবে অনেকেই বিস্মিত দানি আলভেস চূড়ান্ত দলে থাকায়৷ সবচেয়ে বেশি বয়সে ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাক পাওয়ার ফুটবলারের নজির এত দিন ছিল দালমা স্যান্টোসের দখলে৷ ১৯৬৬ সালে ইংল্যাণ্ড বিশ্বকাপে তিনি ৩৭ বছর বয়সে ডাক পান৷ সোমবার দালমাকে পিছনে ফেলে দিলেন ৩৯ বছর বয়সি দানি আলভেস৷
নজির গড়েছেন থিয়াগো সিলভাও! টানা চারটি বিশ্বকাপে খেলবেন তিনি৷ ব্রাজিলের হয়ে এর আগে চারটি করে বিশ্বকাপ খেলেছেন পেলে, নিল্টন স্যান্টোস, কাস্তিলহো, দালমা স্যান্টোস, এমার্সন লেয়াও, কাফু রোনাল্ডো নাজারিয়ো৷ সেই তালিকায় এ বার যুক্ত হল ৩৮ বছর বয়সি থিয়াগোর নাম৷ তবে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বিশ্বকাপ (পাঁচটি) খেলার নজির রয়েছে লোথার ম্যাথাউজ, রাফায়েল মার্কুয়েজ ও আন্তোনিয়ো কার্বহালের দখলে৷
ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকার কথা ছিল রবের্র্তে ফির্মিনো ও ফিলিপে কুতিনহোর-ও৷ কিন্তু চোটের কারণে স্বপ্ণভঙ্গ হল কুতিনহোর৷ বাদ পড়লেন ফির্মিনো৷ রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইয়ূনাইটেডের বিরুদ্ধে অ্যাষ্টন ভিলার ম্যানেজার উনাই এমেরি দলে রাখেননি কুতিনহোকে৷ অনেকেই ভেবেছিলেন , ছন্দে না থাকার কারণে বাদ পড়েছেন ব্রাজিল তারকা৷