ব্রাত্য  পরিযায়ী শ্রমিক

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

২১শে মে:  বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে কেন্দ্রীয় সরকার বিশেষ প্রকল্প নিয়েছে। প্রকল্পের নাম ‘বন্দে ভারত'। অথচ ভিন রাজ্যে আটকে পড়া দরিদ্র পরিযায়ী শ্রমিকদের নিয়ে ঘৃণ্য রাজনীতি চলছে। তাদের ঘরে ফেরাতে কেন্দ্র কোন দায় নিচ্ছে না। সব দায় রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। তাদের সামান্য দু'বেলা দু'মুঠো অন্নের ব্যবস্থাও কেন্দ্রীয় সরকার করতে পারেনি। অথচ ধনকুবেরদের ৬৮ হাজার কোটি টাকা ঋণ মুকুব করে দিয়েছে। তার মধ্যে পলাতক ধনকুবেরও আছে। আর পরিযায়ী শ্রমিকরা শত শত মাইল পায়ে হেঁটে পাড়ি দিচ্ছে রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়ার জন্য।কেউ কেউ নিজ উদ্যোগে ট্রাক ভাড়া করে নিজ রাজ্যে ফিরে যেতে গিয়ে পথ মধ্যে দুর্ঘটনায় মারা পড়ছে। ইতিমধ্যে ৫০ জনেরও বেশি শ্রমিক পথ দুর্ঘটনায় মারা গেছে। প্রবাসী অভিজাত পরিবার ও পরিযায়ী দরিদ্র শ্রমিক---- দুই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দুই রকম নীতি কেন? সবকা সাথ সবকা বিকাশ, এক দেশ এক আইন---এই কি তার নজির!