গত ১৫ই ডিসেম্বর থেকে ১৯শে ডিসেম্বর পর্যন্ত বর্ধমানের বোরহাট আনন্দমার্গ স্কুলে প্রাউটিষ্ট ইযূনিবার্সালের পরিচালনায় এক প্রাউট প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়৷ পাঁচদিন ব্যাপী এই প্রাউট-প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন রাজ্যের শিক্ষিত ছাত্র-যুবা মিলে প্রায় শতাধিক প্রাউট-কর্মী অংশগ্রহন করেছিলেন৷ তাঁদের সামনে প্রাউটের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি বিভিন্ন দিক নিয়ে বিশিষ্ট প্রাউট-তাত্ত্বিকগণ বিস্তারিত আলোচনা করেন৷
১৫ তারিখে উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার দিল্লি সেক্টরের চিফ সেক্রেটারী আচার্য সুপ্রভানন্দ অবধূত বলেন, বর্তমানে সমাজের সর্বস্তরে কি অর্থনৈতিক, কি রাজনৈতিক, কি সামাজিক, কি শিক্ষা-সংস্কৃতি---সর্বক্ষেত্রেই চরম সংকট দেখা দিয়েছে৷ পুঁজিবাদী শোষণের বেড়াজালে সমগ্র মানব সমাজ আবদ্ধ---জর্জরিত৷ রাজনীতি,শিক্ষা,সংস্কৃতি---সবক্ষেত্রেই ভয়ঙ্কর পুঁজিবাদী মানসিক-অর্থনৈতিক শোষণ চলছে৷ এই শোষণ থেকে মুক্তির একমাত্র পথ প্রাউট৷ প্রাউটের বাস্তবমুখী ও বিজ্ঞানসম্মত অর্থনৈতিক পরিকল্পনা মানুষকে সার্বিক শোষণের হাত থেকে রক্ষা করবে৷
এদিন সকালে ৯টা থেকে ১২টা তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয় স্কুলের ধ্যানমন্দিরে৷ এরপর মিলিত ঈশ্বর প্রণিধান শেষে আচার্য ধ্যানাত্মানন্দ অবধূত প্রদীপ জ্বালিয়ে পাঁচদিন ব্যাপী শিবিরের উদ্বোধন করেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে সমাজে বর্তমান পরিস্থিতিতে প্রাউটের প্রয়োজনীয়তার গুরুত্ব বুঝিয়ে বক্তব্য রাখেন---নবীন জানা, আচার্য ধ্যানাত্মানন্দ অবধূত, জ্যোতিবিকাশ সিন্হা, অবধূতিকা আনন্দবিমোহা আচার্যা, আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত প্রমুখ৷ বর্ধমান জেলা প্রাউটের ভুক্তিপ্রধান অজয় কর্মকার প্রাউট প্রবক্তার বর্ধমান আগমণের স্মৃতি কথা তাঁর বক্তব্যে তুলে ধরেন৷
এরপর ১৫-১৮ তারিখ পর্যন্ত প্রাউটের বিভিন্ন বিষয় আলোচনা করেন শ্রীনবীন জানা,আচার্য ধ্যানাত্মানন্দ অবধূত,আচার্য সুতীর্থানন্দ অবধূত, আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত, আচার্য পূর্ণদেবানন্দ অবধূত, আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত প্রমুখ৷
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের দিল্লী সেক্টরের চীফ সেক্রেটারী আচার্য সুপ্রভানন্দ অবধূত৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আচার্য প্রমথেসানন্দ অবধূত৷