প্রাউটিষ্ট ইয়ূনিবার্সাল দিল্লী সেক্টরের উদ্যোগে গত ২৬,২৭,২৮শে জুলাই রাইগঞ্জ আনন্দমার্গ স্কুলে তিন দিনের একটি লিডার্সশীপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়৷ তিন দিনের এই ক্যাম্পটিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের সেক্রেটারী জেনারেল আচার্য রবীশানন্দ অবধূত ও দিল্লী সেক্টরের চিফ সেক্রেটারী আচার্য বিশ্বমিত্রানন্দ অবধূত৷
তিন দিনের এই ক্যাম্পে প্রাউট দর্শনের সামাজিক-অর্থনৈতিক পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়৷ মূল আলোচ্য বিষয় ছিল---‘বর্তমান ক্ষয়িষ্ণু সমাজকে বাঁচাতে আধ্যাত্মিক নীতিবাদে প্রতিষ্ঠিত আদর্শ নেতৃত্বের প্রয়োজন’৷
প্রাউট-প্রবক্তার ভাষায় এই সৌরজগতে সম্পদের অভাব নেই৷ শুধু প্রয়োজন সম্পদের যথার্থ উপযোগ ও সুষম বণ্টনের ব্যবস্থা নেওয়া৷ এর জন্যে চাই উপযুক্ত পরিকল্পনা ও পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য উপযুক্ত নেতৃত্বের৷ আজকের সমাজে এই নেতৃত্বের বড় অভাব৷ প্রাউট-প্রবক্তার ভাষায় ‘মানুষের সমাজে নেতা নির্বাচনে বড় বেশী সতর্ক হতে হয়৷’ তিনি সেই নেতা নির্বাচনের সুষ্পষ্ট পথ নির্দেশনা দিয়েছেন৷ সেই নেতৃত্বের নাম দিয়েছেন ‘সদবিপ্র’৷ এই সদবিপ্র সম্পর্কে তিনি বলেছেন---‘মানুষ সদবিপ্রকে চিনে নেবে তার আদর্শ আচরণ, নিঃস্বার্থ সেবা, কর্তব্যপরায়নতা আর নৈতিক দৃঢ়তার মধ্য দিয়ে৷ এই সদবিপ্র নেতৃত্বের প্রশিক্ষণ দিতেই তিন দিনের এই লিডার্স ট্রেনিং ক্যাম্পের আয়োজন৷
প্রাউট-প্রবক্তা শ্রীপ্রভাতরঞ্জন সরকারের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন আচার্য রবীশানন্দ অবধূত৷ তিনি তিন দিনের এই ক্যাম্পে প্রাউট তত্ত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ও সদবিপ্র নেতৃত্ব কীভাবে গড়ে উঠবে ও একটি সুসন্নিবদ্ধ সমাজে সদবিপ্রের ভূমিকা কী হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷ আচার্য বিশ্বমিত্রানন্দ অবধূত বর্তমান ক্ষয়িষ্ণু সমাজকে বাঁচাতে প্রাউটিষ্টদের করণীয় কী---এ সম্পর্কে বিশদ আলোচনা করেন৷ এই ক্যাম্পে প্রায় পঞ্চাশ জন ছাত্র-যুব উপস্থিত ছিলেন৷ ক্যাম্পটি সুচারুরূপে পরিচালনা করেন আচার্য সর্বজ্ঞানানন্দ অবধূত ও আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত৷