বৃষ্টিতে ভাসছে হিমাচল

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল৷ আগামী দিনে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ সেই সঙ্গে সতর্কবার্তাও দেওয়া হয়েছে হড়পা বানের৷ রাজ্য প্রশাসন সূত্রে খবর, বৃষ্টির জেরে শিমলা-সহ রাজ্যের ৬০টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে৷

তার মধ্যে মান্ডিতে বন্ধ ৩১টি রাস্তা৷ শিমলায় ১৩, কাংড়ায় ১০, কিন্নৌরে ৪, কুলুতে ২, উনা, সিরমৌর, লাহুল ও স্পিতিতে একটি করে রাস্তা বন্ধ৷ রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, কিন্নৌর জেলায় নেগুলসারির কাছে ৫ নম্বর জাতীয় সড়র বন্ধ হয়ে গিয়েছে৷ ১১টি বিদ্যুৎকেন্দ্র এবং একটি জল সরবরাহ কেন্দ্র বৃষ্টির জেরে বন্ধ হয়ে গিয়েছে৷ ফলে বিদ্যুৎ এবং জল সরবরাহে প্রভাব পড়েছে৷

গত শনিবার রাজ্যের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হয়েছে৷ উনাতে বৃষ্টি হয়েছে ৪৮ মিলিমিটার, কুরফিতে ১৯ মিমি, সাংলায় ১৭, জুববারহাট্টিতে ১৫, মান্ডিতে ১৫, কল্পতে ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে৷ বর্ষার মরসুর শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২১ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে রাজ্যে৷ সাধারণত এই মরসুমে ৬৫৭ মিলিমিটার বৃষ্টি হয়৷ সেখানে এ বার ৫২২ মিলমিটার বৃষ্টি হয়েছে৷ গত ২৭ জুন থেকে ৭ সেপ্ঢেম্বর পর্যন্ত ১৫৮ বৃষ্টি এবং ধসে মৃত্যু হয়েছে প্রায় ১৫৮ জনের৷