সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে ও কাঁটাপুকুর সার্বজ্জনীন দূর্র্গেৎসব সমিতির সহযোগিতায় ৩রা ফেব্রুয়ারী উত্তর কলকাতার শান্তিঘোষ ষ্ট্রিটের শিশুউদ্যানে বিশেষ আকর্ষণীয় বসে আঁকো ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল৷
স্বাভাবিক শিশুদের সঙ্গে থ্যালাসেমিয়া ও শারীরিক প্রতিবন্ধী ৬০ জন শিশু প্রখ্যাত কার্টুনিষ্ট চণ্ডী লাহিড়ী নামাঙ্কিত একটি বিশেষ বিভাগে অংশগ্রহণ করে৷
‘‘অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায়’’ যথাক্রমে ‘ক’ (নেতাজী), ‘খ’(স্বামীজী), ‘গ’ বিভাগ প্রতিবন্ধী শিশু মিলিয়ে পাঁচশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে৷ বসে আঁকো প্রতিযোগিতায় বিচারকদের আসন অলঙ্কৃত করেন, শিল্পী দ্বিজেন মুখার্জী, মানবেন্দ্র সরকার ও সুরজ দত্ত৷ তাদের বিচারে অঙ্কন প্রতিযোগিতায় মোট ৪টি বিভাগে ১৮জন প্রতিযোগী পুরসৃকত হয়৷ আবৃত্তি প্রতিযোগিতায় বিচারকের আসন অলঙ্কৃত করেন স্বাতী বন্দ্যোপাধ্যায় দেবব্রত সরকার ও বরুন মুখার্জী৷ সন্ধ্যায় সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশিত হয়৷ অনুষ্ঠানে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের সম্পাদক সঞ্জীব আচার্য থ্যালাসেমিয়া রোগ নিরাময়ের ব্যবস্থাদির কথা বলেন৷ সংঘটনের সভাপতি ডাঃ ভাস্করমণি চ্যাটার্জী সংঘটনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন৷