বসন্ত উৎসব পালন করল সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বসন্তের সেরা উৎসব দোল৷ প্রতি বছরের ন্যায় এবারেও সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন গত ২৬শে মার্চ নিজস্ব অডিটোরিয়ামে বসন্ত উৎসব পালন করল৷ ‘আজ সবার রঙে রঙ মিশাতে হবে৷ ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়, পরো, পরো,..’ নামাঙ্কিত এই অনুষ্ঠানের সূচনা হয় রাধাকৃষ্ণের বন্দনা দিয়ে৷ অনুষ্ঠানের শুরুতে বসন্ত উৎসবের ওপর বক্তব্য রাখেন সংঘটনের সম্পাদক সঞ্জীব আচার্য্য৷ তিনি বলেন, বাঙালীর প্রিয় উৎসব দোল ও গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব ভোট৷ এই দুই উৎসবেই সবার রঙ মিলেমিশে একাকার হয়ে যাক, এটাই আমাদের ইচ্ছে৷

রাজ্যের বিশেষ কিছু জায়গার দোলচিত্রকে সামনে রেখে এই বসন্ত উৎসবের ডালি সাজানো হয়েছিল, সঙ্গে ছিল একটি নোতুন উপস্থাপনা৷ সেটা হল, বাঙলা চলচ্চিত্রে দোলের ভূমিকার ওপর একটি নৈবেদ্য৷ সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেছেন স্বয়ং সম্পাদক সঞ্জীব আচার্য্য৷ বসন্ত উৎসব অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পীরা ও বহু ক্লাব প্রতিষ্ঠানের সভাপতি ও সম্পাদকবৃন্দ৷ এছাড়া সংঘটনের সকল সদস্যরাই এদিন বসন্ত উৎসবে  উপস্থিত ছিলেন৷ সংঘটনের পক্ষ থেকে সকল অতিথিদের সম্বর্ধনাজ্ঞাপন করা হয়৷ প্রত্যেক শিল্পীর অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে শান্তিনিকেতনের  দোলের ইতিহাস, পুরুলিয়ার নিমদিহির দোলের ইতিহাস ও বাঙলা চলচ্চিত্রে দোলের ব্যবহার নিয়ে একটি বস্তুনিষ্ঠ উপস্থাপনাকে তুলে ধরা হয় এই অনুষ্ঠানে৷ প্রত্যেকটি উপস্থাপনার  সঙ্গে ছিল সংশ্লিষ্ট অঞ্চলের দৃশ্যাবলী৷ সন্ধ্যে থেকে শুরু করে বসন্ত  উৎসব শেষ হয় রাত ১০টায়৷