বস্ত্র বিতরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বাঙালী মহিলা সমাজের পশ্চিম মেদিনীপুর সদর ব্লকের ৮নং পাথরা অঞ্চলের মালিদা গ্রামে অসহায় ও দুঃস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়৷ অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত ‘‘মানুষ সবাই আপন’’ সমবেতভাবে গাওয়া হয়৷ বাঙালী মহিলা সমাজের উদ্দেশ্য ও কর্মসূচী নিয়ে বক্তব্য রাখেন কল্পনা গিরি ও অর্পনা দত্ত৷ এরপরে মহিলাদের হাতে নতুন শাড়ি ও মিষ্টি তুলে দেওয়া হয়৷ মহিলা সমাজের পক্ষে উপস্থিত ছিলেন কল্পনা গিরি, অপর্ণা দত্ত, ইলা পাত্র, মায়া ঘোষ, মিনু সাহু, সবিতা কুণ্ডু, শোভা দাস প্রমুখ৷ স্থানীয় জনগণ বাঙালী মহিলা সমাজের এই সেবামূলক কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করেন৷