বুমরার দিকে নজর সবার, বুমরার খেলার জন্য দেশের জনগণ এখন খুবই চিন্তিত রঞ্জি ট্রফিতে নিজের ফিটনেসের প্রমাণ দিতে হবে যশপ্রীত বুমরাকে৷ গত সোমবার শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সিরিজের ঘোষণা করেছে ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷ চোট সারিয়ে নিজের দলে প্রত্যাবর্তন ঘটেছে বুমবার৷ দেশের নীল জার্সিতে মাঠে নামার আগে রঞ্জি ট্রফিতে দেখে নেওয়া হবে তাঁর ফিটনেস৷ গত বুধবার রঞ্জি ট্রফিতে গুজরাতের সঙ্গে কেরলের ম্যাচেই প্রমাণ হয়ে গেল তার ফিটনেসের ব্যাপার৷
শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের বল গড়াচ্ছে ৫ জানুয়ারি৷ ১৪ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ৷ তার আগেই মাঠে নেমে পড়ছেন বুমরা৷
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে শেষবার খেলেছিলেন ভারতের এই পেসার৷ চোট সারিয়ে বিশাখাপত্তম ভারতের নেটে ফেরেন বুমরা৷ ভারতীয় ব্যাটসম্যানদের বল করছেন তিনি৷ তাঁর গতি সামলাতে বেগ পেতে হয়েছিল সতীর্থদের৷ নেটে উপস্থিত অনেকেরই মনে হয়েছিল ফিটনেসের মান এখন কাঙ্খিত জায়গায় পৌঁছায়নি৷ এছাড়া সঞ্জুর সঙ্গে বুমরার টক্করটাও কিন্তু দেখার মতোই হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা৷