ব্যাঙ্ক বেসরকারীকরণ অর্থসচিবের মন্তব্যে বিতর্ক

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

সিংহভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারীকরণ করা হবে৷ কেন্দ্রীয় অর্থসচিবের এই মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে৷ গত ১৩ই জুলাই ইন্ডিয়া পলিশি ফোরাম্‌ নামের এক অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থসচিব টি.ভি. সোমনাথন্‌ মন্তব্য করেন ধীরে ধীরে  বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারীকরণ করা হবে৷ তাঁর এই মন্তব্যে বিরোধীরা প্রতিবাদে সরব হয়েছে৷ তাঁদের বক্তব্য---‘‘মোদি সরকারের মন্ত্রী ও আমলার বক্তব্যে মিল থাকে না৷ সরকারপক্ষ এতদিন বলে এসেছে ব্যাঙ্ক বেসরকারী করণে উদ্দেশ্য সরকারের নেই৷ সরকার চায় একাধিক ব্যাঙ্ক যুক্ত করে লাভজনক করে গড়ে তোলা৷ সেক্ষেত্রে কোথাও ব্যর্থ হলে তবেই বেসরকারীকরণে উদ্যোগ নেওয়া হবে৷ তবে সব ব্যাঙ্ক বেসরকারী করণের কোন পরিকল্পনা সরকারের নেই৷

কিন্তু ন্যাশনাল কাউন্সিল অব অ্যাপ্লায়েড ইকোনমি রিসার্চের একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন--- পি.জে নায়েক কমিটির সুপারিশ অনুযায়ী দেশের সিংহভাগ ব্যাঙ্ক বেসরকারিকরণের কর্মসূচী বাস্তবায়ন করাই লক্ষ্য৷ বিরোধীদের দাবী এতদিন সরকার এক কথা বলে এসেছে এখন তাঁদের অর্থসচিব সম্পূর্ণ বিপরীত কথা বলছে৷ এই অবস্থায় সরকারের উচিত ব্যাঙ্ক নীতি স্পষ্ট করে জানানো৷ ইতিমধ্যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ও সেন্ট্রাল ব্যাঙ্ক বেসরকারীকরণের সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে৷ আসন্ন লোকসভা অধিবেশনে অর্থসচিবের বিবৃতি নিয়ে ঝড় উঠতে পারে৷