গত ৮ই ফেব্রুয়ারী উত্তর ২৪পরগণা জেলার ব্যারাকপুর আনন্দমার্গ আশ্রমে মার্গগুরুদেব শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর পদার্পণ দিবস সাড়ম্বরে পালন করা হয় নানা অনুষ্ঠানের মাধ্যমে৷
১৯৮২ সালের ৮ই ফেব্রুয়ারী মার্গগুরুদেব শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী ব্যারাকপুর আনন্দমার্গ স্কুল পরিদর্শনে গিয়েছিলেন৷ সেই উপলক্ষ্যে প্রতিবছর জেলার আনন্দমার্গীরা দিনটি বাবার পদার্পণ দিবস উপলক্ষ্যে পালন করে৷
ওইদিন সকাল থেকেই জেলা ও জেলার বাইরের মার্গী ভাইবোনের ব্যারাকপুর আশ্রমে সমবেত হন৷ ভোর ৫-৩০ মিনিট থেকে ৬-০০টা পর্যন্ত নগর কীর্ত্তনের পর আশ্রমে প্রবেশ করেন ভক্তমণ্ডলী৷ এরপর প্রভাতসঙ্গীত পরিবেশনের পর ৬-১৫মিনিট থেকে দুপুর ১২টা১৫ মিনিট পর্যন্ত ছয় ঘন্টা অখণ্ড ৰাৰা নাম কেবলম্ কীর্ত্তন পরিবেশিত হয়৷ তারপর মিলিত সাধনা ও স্বাধ্যায়ের পর ৰাৰার পদার্পণের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন আচার্য অভিব্রতানন্দ অবধূত৷ বক্তব্য রাখেন জেলার ভুক্তিপ্রধান সন্তোষ বিশ্বাস দীনেশ বিশ্বাস প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় ছিলেন ভুক্তিপ্রধান, প্রকাশ সাহা ও স্থানীয় ইয়ূনিটের মার্গী ভাইবোনেরা৷