ব্যারাকপুরে প্রথম ডায়োসিস সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৬, ২৭ ও ২৮ জানুয়ারী ব্যারাকপুরে আনন্দমার্গের প্রথম ডায়োসিস স্তরীয়  সেমিনার অনুষ্ঠিত হ’ল৷ ত্রিদিবসীয় এই সেমিনারের আলোচ্য বিষয়বস্তু ছিল---‘তারকব্রহ্ম’,ও ‘মনের ক্রমবর্ধমান বিস্তার’--- এই দুই আধ্যাত্মিক বিষয়, প্রাউটের  ওপর ‘উৎপাদন সমবায় ও উপভোক্ত  সমবায়’ আর প্রভাত সঙ্গীতের ওপর ‘প্রভাত সঙ্গীত ও বিশ্বজাগরণ’৷

‘তারকব্রহ্ম’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আচার্য নির্মলশিবানন্দ অবধূত৷ বাকি বিষয়গুলির ওপর আলোকপাত করেন আচার্য হরাত্মানন্দ অবধূত৷ তিনি বলেন, আনন্দমার্গ চায় একদিকে যেমন মানুষের মানসাধ্যাত্মিক বিকাশ কাম্য, সঙ্গে সঙ্গে সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে   সর্র্বত্মক শোষণমুক্ত সমাজও গড়ে তোলা উচিত৷ আর সেই কারণে  কৃষি, শিল্প ও বাণিজ্য যতদূর সম্ভব সমবায় ভিত্তিতে হওয়াই বাঞ্ছনীয়৷ উৎপাদন সমবায় ও উপভোক্তা সমবায়ই শোষণ মুক্ত সমাজ গড়বার যথার্থ মাধ্যম৷ প্রাউট এই কথাই বলে৷

আনন্দমার্গ দর্শনের ওপর অনুষ্ঠিত এই সেমিনারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া ও মুর্শিদাবাদ জেলা থেকে  প্রায়  ১৫০ জন উপস্থিত ছিলেন৷

সেমিনারে  দ্বিতীয় দিন  আনন্দমার্গীদের  এক বর্ণাঢ্য মিছিল বোরোয়৷ মিছিলটি  তালপুকুর  বাচস্পতিপাড়া হয়ে ব্যারাকপুর রেলওয়ে ষ্টেশন ও  চিড়িয়ামোড় হয়ে তালপুকুর আনন্দমার্গ স্কুলে ফিরে আসে৷ মাঝে উজ্জ্বল ঘোষ, অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা প্রমুখ আনন্দমার্গের ওপর বক্তব্য রাখেন৷

সেমিনারটির ব্যবস্থাপনার মুখ্য দায়িত্বে ছিলেন আচার্য চিরঞ্জয়ানন্দ অবধূত, আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত ও ভুক্তিপ্রধান সন্তোষ বিশ্বাস, প্রকাশ সাহা প্রমুখ৷