ব্যারাকপুরে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শুভপদার্পণ দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ব্যারাকপুর ঃ ১৯৮২ সালের ৮ই ফেব্রুয়ারী আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী বারাকপুরের বাচস্পতি পাড়ায় অবস্থিত আনন্দমার্গ স্কুলে পদার্পণ করেছিলন  সেই উপলক্ষ্যে গত ১৬ই ফেব্রুয়ারী ব্যারাকপুর আনন্দমার্গ স্কুলে মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শুভ পদার্পণ দিবস পালন করা হয়৷ এই উপলক্ষ্যে এই দিন সকল ৬টা থেকে ১২টা পর্যন্ত মানবমুক্তির মহামন্ত্র বাবানাম কেবলম্ কীর্ত্তন করা হয়৷ অনুষ্ঠানে গুরুপূজা, স্বাধ্যায়ের পর বক্তব্য রাখেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত, আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত, সন্তোষ বিশ্বাস প্রমুখ৷ অনেকে বাবার পদার্পণের দিনটির স্মৃতিচারণ করেন৷ আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত সকলকে মনে করিয়ে দেন বাবার ইচ্ছানুযায়ী আমাদের সমাজ গড়ার কাজে নিয়োজিত হতে হবে৷ ট্রেনের ড্রাইভারের উদাহরণ টেনে তিনি সকলকে দায়িত্ববান হয়ে কাজ করার আহ্বান জানান৷ অনুষ্ঠানে দুই শতাধিক ব্যষ্টি উপস্থিত ছিলেন৷