বয়লাশোল গ্রামে  অখণ্ড কীর্ত্তন ও বৃক্ষরোপণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত বয়লাশোল গ্রামে ২৪ঘণ্টা ব্যাপী ‘বাবা নাম কেবলম’ কীর্ত্তন অনুষ্ঠিত হ’ল ২২ ও ২৩ শে জুন৷ গ্রামবাসী ও স্থানীয় আনন্দ মার্গীগণের উদ্যোগে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এই কীর্ত্তন অনুষ্ঠান৷ কীর্ত্তন শেষে ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায় পাঠ করা হয়৷ কীর্ত্তন প্রসঙ্গে বক্তব্য রাখেন ডায়োসিস সচিব আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূত, শ্রী রঞ্জিত কুমার ঘোষ, শ্রী রমেন্দ্রনাথ মাইতি, শ্রী শুভাশীষ সাহু৷ ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন ধৃতি পাল, বৃহস্পতি দেব সিংহ ও আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূত৷ কীর্ত্তন চলাকালীন প্রতীকি দুটি আমগাছের চারা রোপণ করেন প্রবীণ আনন্দ মার্গী  শ্রী রবীন্দ্রনাথ বেরা৷ তিনি বৃক্ষরোপণে গ্রামবাসী গণকে উৎসাহিত করার জন্য দশটি ভালো জাতের আম গাছের চারা প্রদান করেন৷ তিনি কথা দিয়ে এসেছেন আরও দশটি জামরুল গাছের চারা দেবেন৷ গ্রামে জাগৃতি তৈরীর জন্যও রবীন্দ্রনাথ বাবু উদ্যোগ নিতে বলেন স্থানীয় মার্গী ভাই বোনেদের৷ তিনি এ ব্যাপারেও তাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন৷ আশা করা যাচ্ছে আগামী শ্রাবণী পূর্ণিমার দিন থেকে কাজ শুরু হবে৷ সমগ্র অনুষ্ঠানটি আয়োজন ও পরিচালনা করেন রাজীব প্রতিহার,বিল্বদল মাইতি, তাপস বেরা, বাহাদুর  প্রতিহার, শিউলি নায়েক প্রতিহার সহ গ্রামবাসীগণ৷