সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
বজবজ ভাগাড় কাণ্ডে ধৃতদের মধ্যে অন্যতম বিশ্বনাথ ঘড়ুইকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তারা উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া ও হুগলী সব মিলিয়ে প্রায় ২৫টির মত ভাগাড় থেকে মৃত গোরু, ভেড়া, কুকুর, বিড়াল প্রভৃতি মৃত পশুর মাংস সংগ্রহ করে কলকাতার নিউমার্কেট সহ কলকাতা সংলগ্ণ জেলার হোটেল ও রেস্তোঁরায় সরবরাহ করত৷ বাইরের রাজ্যেও এই মাংস পাঠাত৷ এমনি করে ১০ বছরে সে প্রায় ৬০ কোটি টাকা মুনাফা অর্জন করেছে৷ এই টাকায় একাধিক ফ্ল্যাট কিনেছে, নামে-বেনামে প্রায় ১২টি গাড়িও করেছে সে৷ বিশ্বনাথ ঘড়ুইয়ের মত এই ধরণের ভাগাড়ের মাংসের আরও পাঁচজন বড় বড় কারবারির নাম পুলিশ জানতে পেরেছে৷ রাজাবাজারে আলাদা আলাদা ভাবে হিমঘর ভাড়া নিয়ে এরা এই মাংসের কারবার চালাত ও এ রাজ্যে ও বাইরের রাজ্যে এই মাংস চালান করত৷