ভারতের ফুটবলের বাজারের হাল জানতে এবার ভারত অভিযানে স্পেনের কর্র্তরা৷ অর্থাৎ লা-লিগা৷ ভারতে ফুটবলের বাজার সরেজমিনে দেখতে লা লিগার আঠারোটি ক্লাবের প্রতিনিধিরা চলে এসেছেন৷ স্পেনের কর্র্তদের এমন অভিযান নিঃসন্দেহে নজিরবিহীন৷
ভারতে এসে এই কর্র্তরা নিজেদের মধ্যে একপ্রস্ত আলোচনাও সেরে নিলেন৷ এখনই না হলেও ভবিষ্যতে কখনও এআইএফএফ-এর সঙ্গে একযোগে কাজ শুরু করতে আগ্রহী লা লিগার ক্লাবগুলি৷ উদ্দেশ্য, ভারতে ফুটবলের বাণিজ্যিক সম্ভাবনা কতটুকু তা বুঝে নেওয়া৷ একই সঙ্গে এই ক্লাবগুলি নাকি প্রাথমিক স্তর থেকে ভারতীয় ফুটবলের উন্নতি ঘটাতেও আগ্রহী৷
লা লিগার প্রতিনিধিরা ভারতে এসে এমনকি , কবাডি এ দেশে কতটা জনপ্রিয়, সেটা জেনে নিলেন৷ সঙ্গে এক প্রতিনিধির মন্তব্য, ‘‘জনপ্রিয়তার নিরিখে ক্রিকেটকে সরিয়ে দিতে আমরা আসিনি৷ আমরা দেখতে এসেছি এ দেশে ফুটবলের বাণিজ্যিকীকরণের সম্ভাবনা কতটা৷’’ লা লিগার এই আঠারোটি ক্লাবের মধ্যে ছিলেন আতলেতিকো দে মাদ্রিদ, ভিয়ারিয়াল, ভ্যালেন্সিয়া, দোপার্তিভো আলাভেস, সেভিয়ার মতো ক্লাবের প্রতিনিধিরা৷ তাঁরা ভারতে ফুটবলের বাজার সম্পর্কে জানতে আগ্রহী৷ সবদিক খতিয়ে দেখে তাঁরা ভারতে ফুটবলের বাজার সম্পর্কে জানতে আগ্রহী৷ সবদিক খতিয়ে দেখে তাঁরা ভবিষ্যতের কর্মপন্থা ঠিক করতে চান৷ প্রতিনিধিরা অবশ্য জানিয়েছেন, এআইএফএফের সঙ্গে এখনই একযোগে, আনুষ্ঠানিকভাবে তাঁরা কিছু করতে যাচ্ছেন না৷ ভবিষ্যতে সে রকম কিছু হলেও হতে পারে৷