আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান৷ কিন্তু ভারত সে দেশে গিয়ে খেলবে না৷ তাই হাইব্রিড মডেলেই হবে এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি৷ ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে৷ এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই৷
গ্রুপ পর্বে ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে৷ যদি রোহিত শর্মার দল নকআউট পর্বে উঠতে পারে তা হলে তখনও দুবাইয়েই খেলবে তারা৷ অর্থাৎ, ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচ হবে দুবাইয়ে৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্রে জানা গিয়েছে যে, চেয়ারম্যান মোহসিন নাকভি এবং সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট সংস্থার প্রধান শেখ নাহান আল মুবারকের মধ্যে কথা হয়েছে৷
অনেক বিতর্কের শেষে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড৷ এই সিদ্ধান্তের ফলে লক্ষ্মীলাভ হয়েছে তাদের৷ ভারত সে দেশে খেলতে না যাওয়ায় বাড়তি ৩৮ কোটি টাকা পাচ্ছে নকভির নেতৃত্বাধীন বোর্ড৷
আইসিসি আগেই জানিয়েছিল, ভারতের ম্যাচগুলি অন্য দেশে হবে৷ কোন দেশে হবে তা এখনও ঘোষণা করা হয়নি৷ তবে সূত্রের খবর, দুবাইয়ে হতে পারে ম্যাচগুলি৷ যেহেতু পাকিস্তান আয়োজক দেশ, তাই অন্য দেশে ম্যাচ আয়োজনের টাকা দিতে হবে তাদেরই৷ সেই কারণে আইসিসির থেকে বাড়তি টাকা পাবে তারা৷ তবে ভারত যদি ফাইনালে উঠতে না পারে তা হলে লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হবে বলে জানা গিয়েছে৷
ভারত প্রথম থেকেই জানিয়েছিল যে, পাকিস্তানে গিয়ে খেলবেন না রোহিতেরা৷ যে কারণে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হচ্ছে৷ পাকিস্তান প্রথমে এতে রাজি ছিল না৷ অনেক আলোচনার পরে অবশেষে তারা রাজি হয়৷ তবে তারা পাল্টা দাবি জানায় যে, ভারতে কোনও আইসিসি প্রতিযোগিতা হলে তারাও এ দেশে আসবে না৷ নিরপেক্ষ দেশে খেলবে৷ পাকিস্তানের সেই দাবিও মেনে নিয়েছে আইসিসি৷ আপাতত ২০২৭ সাল পর্যন্ত দু’দেশ দু’দেশের মাটিতে খেলতে যাবে না৷