ভারতে বেকারত্বের হার বিশ্বের মধ্যে সবের্বাচ্চ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসু বলেন, ভারতের কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ বেকারত্ব৷ বেকারত্বের হার ২৪ শতাংশের বেশি৷ স্বাধীন ভারতে সর্বকালীন নজির৷ এই মূহূর্তে বিশ্বেও ভারতের বেকারত্বের হার সবের্বাচ্চ৷ শ্রী বসু অর্থনীতির বর্তমান সংকটের জন্য দেশের বর্তমান শাসকদলের বিভাজন নীতি ও হিন্দুত্ববাদকে দায়ী করেছেন৷ তিনি বলেন দেশে দক্ষ শ্রমিক ও মেধা যথেষ্ট শক্তিশালী৷ কিন্তু শাসকদলের বিভাজন নীতির ফলে মেধাশক্তি ও শ্রমিকের দক্ষতার উপযুক্ত ব্যবহার হচ্ছে না৷ ভারতের আর্থিক শ্রীবৃদ্ধির প্রধান অন্তরায় এটাই৷

প্রবীন প্রাউটিষ্ট নেতা শ্রী প্রভাত খাঁ বলেন---উনি যা বলেছেন সেটা ধনতান্ত্রিক আর্থিক কাঠামোর কথা বলেছেন৷ অর্থনীতিকে সার্বিকভাবে সর্বস্তরের মানুষের কল্যাণের কাজে লাগাতে হলে এই কাঠামোকেই ভেঙে ফেলতে হবে৷ প্রাউটের বিকেন্দ্রিত অর্থনীতিই একমাত্র সকল মানুষের কল্যাণ করতে সক্ষম৷