ভারতে ভয়াবহ জলসঙ্কট

সংবাদদাতা
পিএনএ
সময়

দিল্লী, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ সহ ২১টি শহরে আগামী বছর ভূগর্ভস্থ জল প্রায় শেষ হতে চলেছে৷ এই রিপোর্ট ভারত সরকারের ‘নীতি আয়োগের’৷ এর ফলে তীব্র জল সঙ্কটে পড়বেন প্রায় দশ কোটি ভারতীয়৷

l     প্রতি বছর পানীয় জলের অভাবে দু’লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে৷

l     ২০৩০ স‘ালের মধ্যে বিশুদ্ধ পানীয় জলের সংকটে পড়বেন ৪০ শতাংশের বেশী ভারতীয়৷

l     পরিস্থিতি মোকাবিলার জন্যে কেন্দ্রীয় সরকার নবঘটিত জলশক্তিমন্ত্রককে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে৷ নদী নালা থেকে পরিস্রুত জল পাইপে করে সরবরাহ করা এর উদ্দেশ্য৷ কিন্তু বৃষ্টিপাত কম হওয়ায় এই প্রকল্পও থমকে রয়েছে৷

l     এখন এই সমস্যা মোকাবিলা করতে গেলে বিপুল সংখ্যক গাছ লাগাতে হবে৷

l     জলের গুণমানের সূচক হিসেবে বিশ্বে ভারতকে ১২২টি দেশের মধ্যে ১২০-তম স্থানে নামিয়ে দেওয়া হয়েছে৷

l     দীর্ঘায়ত হচ্ছে গ্রীষ্মকাল৷

l     ভারতের প্রায় অর্ধেকটা জুড়ে চলছে খরা৷

l     মৌসুমী বায়ু বিলম্বিত, প্রাক্ বর্ষা-বৃষ্টি হয়নি বলে ভূগর্ভস্থ জল শুকিয়ে গেছে৷

l     কর্ণাটকে ৮০ শতাংশ ও মহারাষ্ট্রে ৭২ শতাংশ খরাক্রান্ত৷