ভারতে টোম্যাটো ফ্লুর সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ভারতবর্ষে ক্রমবর্ধমান টোম্যাটো ‘ফ্লু’র সংক্রমণ নিয়ে সতর্ক করল ল্যানসেট পত্রিকা৷ ওড়িশা ও কেরলে এর সংক্রমণ সবচেয়ে বেশী বলে খবরে প্রকাশ৷ তবে দেশের অন্যান্য রাজ্যে এর প্রভাব কম বেশী আছে৷ ল্যানসেট রেসপিরেটের জার্নালের রিপোর্ট অনুযায়ী ৬ই মে কেরলের কোল্লায় দেশের প্রথম ট্যোমাটো ফ্লু আক্রান্তের সন্ধান মিলেছে৷ আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৮২ জন৷ পাঁচ বছরের আশে পাশের শিশুরাই আক্রান্ত হচ্ছে৷ ল্যানসেটের  প্রতিবেদনে বলা হয়েছে এখন করোনার সম্ভাব্য চতুর্থ ঢেউয়ের মোকাবিলা করছি আমরা৷ এর মধ্যেই আবার টোম্যাটো জ্বরের প্রকোপ শুরু হয়েছে কেরলে৷ এটা একটা ভাইরাস ঘটিত রোগ৷ আক্রান্তদের লাল ফোস্কা হয়৷ সঙ্গে প্রচণ্ড গা ব্যাথা হয়৷ উল্লেখ্য এই রোগ প্রতি -রোধের কোন প্রতিষেধক এখন পর্যন্ত নেই৷ নিজে থেকেই সেরে যাওয়ার ওপরে ভরসা করতে হয়৷ চিকিৎসকদের মতে এই রোগও সংক্রামক৷