বর্তমান ক্রিকেট যে ম্যাচ চলছে অর্থাৎ আই.পি.এল শেষ হওয়ার পর আগামী ইংল্যাণ্ড ও ভারতের মধ্যে সিরিজ ম্যাচ হতে চলেছে ও সেটি কোথায় হবে সেটা নিয়ে এখন চলছে আলোচনা৷ করোনাকালে এমন বিপদের সম্মুখীন পরিবেশের মধ্যেও কীভাবে এই ম্যাচ হবে যেমন সেটি চিন্তার বিষয় ও এটি কোথায় হবে এটিও চিন্তার বিষয়৷ কারণ আগেই করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য ক্রিকেট কাউন্সিল কিছু নতুন নিয়ম ঘোষণা করেছেন ও এখন তারা কোথায় এই ম্যাচ হবে তাও আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন৷
যেহেতু বোর্ডের প্রধান এখন বিদেশে তাই কোন সিদ্ধান্ত নেওয়া যায়নি৷ তিনি দেশে ফিরেই সামনের দিকে তাকাচ্ছেন৷ আগামী বছর ইংল্যাণ্ডের বিরুদ্ধে সিরিজ ভারতের মাটিতেই আয়োজন করতে চান গত সোমবার এমনটাই জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট৷
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আরও জানিয়েছেন--- ‘‘ভারতের মাটিতেই যাতে আমরা সিরিজ করতে পারি সেদিকেই নজর দেওয়া হবে৷ সংযুক্ত আরব আমরিশাহিতে সুবিধা রয়েছে৷ তিনটি স্টেডিয়ামে খেলা হচ্ছে আইপিএলের৷’’ ভারতীয় বোর্ড ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে চুক্তি করেছে ৷ ভারতের ঘরের ম্যাচ হতে পারে সেখানে৷ কিন্তু সৌরভ চান না ঘরোয়া সিরিজ চলে যাক বিদেশের মাটিতে৷ তিনি বলেন, ভারতেও একই জায়গায় একাধিক মাঠ রয়েছে৷ মুম্বইয়ে রয়েছে ওয়াংখেড়ে, ডিওয়াই প্যাটেল ও সিসিআই স্টেডিয়াম৷ ইডেন রয়েছে, যেখানেসুরক্ষাবলয় তৈরী করতে হবে৷ ভারতের ম্যাচ ভারতেই করতে চাই আমরা৷ হৃদয় যেখানে সেখানেই ম্যাচ হওয়া দরকার৷ তবে আমাদের করোনা পরিস্থিতির দিকেও নজর দিতে হবে৷’’
করোনা উদ্ভূত পরিবেশে দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছিল৷ এখন তা উঠে গেলেও দেশের পরিস্থিতি স্বাভাবিক নয়৷ সেই কারণে আই.পি.এল চলে গেছে মরু শহরে৷ করোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে , তা জানা নেই৷ এই পরিস্থিতিতে ঘরের মাঠে পরের বছর জানুয়ারি -মার্চে কি আদৌ সম্ভব ভারত ইংল্যাণ্ড দ্বিপাক্ষিক সিরিজ? ইংল্যাণ্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-২০ খেলার কথা ভারতের৷ তাই এটাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে ভারতের আগামী বছরের ইংল্যাণ্ড সিরিজ ভারতের মাটিতেই হবে৷