করোনা ভাইরাস ভারতেও প্রবেশ করল৷ এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৯ জন৷ তবে এদের বেশীরভাগই বিদেশী নাগরিক৷ ভারতীয় যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারাও বিদেশে যোগ থাকার সুবাদেই আক্রান্ত হয়েছেন৷ সব থেকে বেশী আক্রান্তের সংখ্যা রাজস্থানের জয়পুরে---১৭ জন৷ এছাড়া দিল্লীতে ২ জন, আগ্রায় ৬ জন, কেরলে ৩ জন ও হায়দ্রাবাদে ১ জন৷
রাজস্থানে আক্রান্ত ১৭ জনের ১৫ জনই ইতালীর নাগরিক৷ তারা ভারতে ঘুরতে এসেছে৷ তাদের নিয়ে ঘুরতে বেরিয়ে গাড়ীর ভারতীয় ড্রাইভারও আক্রান্ত হয়েছে৷ তেলেঙ্গানায় আক্রান্ত যুবকও সম্প্রতি দুবাই ঘুরে এসেছে৷ যেভাবে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে ভারতেও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে৷
বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি. মুরলীধরণ সংসদে জানান বিদেশে ১৭ জন ভারতীয় করোনায় আক্রান্ত হয়েছে৷ তার মধ্যে ১৬ জন জাপানে ও ১ জন আমীরশাহীতে৷ পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রতিটি জেলা ও পুরসভাগুলিকে সতর্ক থাকতে বলেছে৷
স্বাস্থ্যমন্ত্রকের সতর্কবার্তা
- সর্দিকাশিতে ভুগলে প্রচুর জল খান ও বিশ্রামে থাকুন
- সর্দি-কাশি হওয়া ব্যষ্টির ব্যবহার্য জিনিস আলাদা রাখুন৷
- কারো হাঁচি-কাশি হলে তার থেকে এক মিটার দূরে থাকবেন৷
- সর্দি-কাশির সঙ্গে জ্বর ও শ্বাসকষ্ট হলে দ্রুত ডাক্তার দেখান৷
- আক্রান্তের লালা নানা জায়গায় থাকতে পারে, তাই সবসময় সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন৷
- ঘরের বাইরে গেলে অ্যালকোহলযুক্ত হ্যাণ্ড স্যানিটাইজার সঙ্গে রাখুন৷
- সব সময় সুসিদ্ধ রান্না খাবার খাবেন৷