সংবাদদাতা
পি.এন.এ.
সময়
ভারতের অর্থনীতি প্রসঙ্গে পূর্বের অবস্থান থেকে সরে এলো বিশ্বব্যাঙ্ক । ৬ মাস আগে বিশ্ব ব্যাঙ্ক জানিয়ে ছিল-২০২০-২১ আর্থিকবর্ষে ভারতের অর্থনীতি ৬ শতাংশ বৃদ্ধি পেতে পারে । এখন বিশ্বব্যাঙ্ক বলছে বৃদ্ধি নয় সঙ্কুচিত হবে । যা প্রায় ৩.২ শতাংশ । বিশ্বব্যাঙ্কের যুক্তি করোনা ও লকডাউন ভারতের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলেছে । তারই কারণে এই আর্থিক সংকোচন ।
তবে মুডিজ ফিচ এর মত কয়েকটি আর্থিক সংস্থা ভারতের অর্থনীতি যে মন্দার কবলে পড়তে চলেছে তার পূর্বাভাস করোনা আসার অনেক আগে থেকে দিয়ে আসছে । করোনা মোদি সরকারের ব্যর্থতা ঢাকার সুযোগ করে দিয়েছে ।