সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়
ভারতের দুটি সোনা এসেছে ছেলেদের দলগত রিকার্ভ ও মেয়েদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে৷ দ্বিতীয় বাছাই সাক্ষী চৌধুরী প্রতিপক্ষ, ১৩ নম্বর বাছাই পরণীত কৌরকে হারিয়েছেন শট-অফ ফিনিশে৷ দুজনেই দশ নম্বর রিংয়ের মধ্যে তির ছোড়েন, তবে সাক্ষীর তির লক্ষ্যের অনেকটা কাছে থাকায় তিনিই সোনা জেতেন৷
গত শনিবার এশিয়া কাপে তিরন্দাজিতে দুর্দান্ত ছন্দে ছিল ভারতের প্রতেকটি প্রতিনিধি৷ দুটি সোনা ও ছয়টি রূপো জিতে ভারত রয়েছে দুই নম্বরে৷ এক নম্বরে রয়েছে বাংলাদেশ৷
ছেলেদের ইভেন্টে থেকে আগে ছিটকে গেলেও দলগত রিকার্ভ ইভেন্টে দেশকে সোনা তুলে দেন পার্থ সালুঙ্খে, রাহুল নাগরওয়াল ও ধীরজ বি৷ তাঁরা ৬-২ ফলে হারিয়ে দিয়েছিলেন কাজাখস্তানকে৷ মেয়েরা টাইব্রেকারে হার মানেন বাংলাদেশের কাছে৷ ম্যাচের ফল ৪-৫৷