বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার আগেই ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের সম্ভাব্য সূচি জানা গিয়েছে৷ একটি ক্রীড়া ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, ১২ই জুলাই থেকে শুরু হতে পারে সিরিজ৷ শেষ হওয়ার কথা ১৩ই অগাষ্ট৷ এই সময়ের মধ্যে দুটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দু’দল৷
রিপোর্ট অনুযায়ী, ৫ বা ৬ই জুলাই ওয়েষ্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হবে দল৷ প্রথমেই টেস্ট সিরিজ৷ ১২ জুলাই থেকে শুরু প্রথম টেস্ট৷ দ্বিতীয় টেস্ট শুরু হবে ২০শে জুলাই থেকে৷ টেস্ট শেষ হওয়ার পরে শুরু এক দিনের সিরিজ৷ প্রথম ম্যাচ ২৭শে জুলাই৷ দ্বিতীয় ম্যাচ হবে ২৯শে জুলাই৷ ১লা আগষ্ট হবে তৃতীয় একদিনের ম্যাচ৷ তারপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে৷ প্রথমে ঠিক হয়েছিল, তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে৷ পরে আরও দু’টি ম্যাচ যোগ করা হয়েছে৷ প্রথম ম্যাচ হবে ৪ঠা আগষ্ট৷ শেষ ম্যাচ ১৩ই আগষ্ট৷ মাঝের তিনটি ম্যাচ কবে হবে সেই তারিখ দেওয়া হয়নি৷
গত বুধবার থেকে ইংল্যাণ্ডের ওভালে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল খেলতে নামবে ভারত৷ গতবার ফাইনালে নিউজিল্যাণ্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে৷ এবার তাই জিততে মরিয়া বিরাট কোহলি, রোহিত শর্মারা৷ এই ফাইনালের পরেই আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারতীয় দল৷ সম্ভাব্য সূচি প্রকাশিত হলেও সেই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা হয়নি৷