ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ৮,৬৭০ টি ব্যাঙ্ক  জালিয়াতি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কেবল পিএনবি নয়, ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ২০১২-এর  এপ্রিল থেকে ২০১৭এর মার্চ পর্যন্ত  মোট ৮,৬৭০ টি ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ঘটেছে৷ যার অর্থের পরিমান  হল ৬১,২৬০ কোটি টাকা৷ এ রিপোর্ট রিজার্ভ ব্যাঙ্কের৷

এইসব ক্ষেত্রে বৃহৎ শিল্পপতি বা বৃহৎ ব্যবসায়ীরা বিপুল পরিমান ঋণ নিয়ে ওই ঋণ শোধ করছে না৷ বহু ক্ষেত্রেই  টাকা অন্যত্র সরিয়ে ফেলেছে৷

খবরে প্রকাশ, এই প্রসঙ্গে আইনী উপদেষ্টা সংস্থা নিশীথ দেশাই  এ্যাসোসিয়েটস্-এর পার্টনার প্রতিভা জৈন বলেছেন ‘পঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্কে’র ঘটনা হিমশৈলের একটা চূড়া মাত্র৷ এমনি বহু জালিয়াতির ঘটনা ঘটে চলেছে৷ কিন্তু প্রকাশিত হচ্ছে না৷ তাঁর  মতে কেঁচো খঁুড়তে গিয়ে বিশাল সাপ বেরুবারই সম্ভাবনা৷

জানা গেছে, পিএনবির মতো বহু ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ঘটছে৷ দেখা যাচ্ছে, ঠিক ঠিক নিয়ম  পদ্ধতি অনুসরণ করে ঋণ না দেওয়া ও সামগ্রিক ঋণপ্রদান প্রক্রিয়া বড় ধরণের ফাঁক থেকে গেছে৷ এসবের  পেছনে  ব্যাপক দুর্নীতির  গন্ধ পাওয়া যাচ্ছে৷

জানা গেছে, জালিয়াতির  সংখ্যার নিরিখে পিএন বির  স্থান শীর্ষে৷ গত ৫ বছরে মোট ৩৮৯ টি, আর্থিক মূল্যে যার পরিমান ৬,৫৬২ কোটি টাকা৷ তারপর ব্যাঙ্ক অব বরোদার স্থান৷ এর মোট স্থান  আর্থিক জালিয়াতি ৪,৪৭৩ কোটি টাকা তৃতীয় স্থানে ব্যাঙ্ক  অব ইন্ডিয়া ---মোট ৪,০০৯ কোটি টাকার জালিয়াতি৷

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির অনাদায়ী ঋণসমস্যা মিটাতে  গত বছর সরকার ব্যাঙ্কগুলিকে  ২,১২,০০০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷  এইভাবে জনগণের কর থেকে প্রাপ্ত দিয়ে সরকার  ব্যাঙ্কের  মাধ্যমে  প্রকৃতপক্ষে পুঁজিপতিদেরই যোগান দিচ্ছেন৷