ভারতের সামনে এখন বিশাল খেলার সূচি

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

অষ্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবার আগেই জৈবদুর্গ থেকে খুব বেশি দুরে থাকতে পারবে না ভারতীয় দল৷ একাধিক সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে ভারতীয় বোর্ডের৷  একের পর এক সিরিজের জন্য দু’টি দল তৈরী করে খেলার কথা ভাবছে বিসিসিআই৷ সেক্ষেত্রে  বিশ্বকাপের আগে একাধিক  ক্রিকেটারকে দেখে নেওয়ার সুযোগ পাবে ভারতীয় দল৷

এত সিরিজ খেলার জন্য ভারতীয় বোর্ড দুটি দল তৈরী করতে পারবে ৷ প্রায় ৩৫ জন ক্রিকেটারকে তৈরী রাখতে চাইছে বোর্ড৷ গত বছর ইংল্যাণ্ডে লাল বলের ক্রিকেট চলাকালীন শ্রীলঙ্কায় সাদা বলের ক্রিকেট খেলেছিল ভারত৷ এই বছর আবার সে রকম কিছু দেখা যেতেই পারে৷ জিম্বাবোয়েতে দ্বিতীয় সারির দল পাঠিয়ে এশিয়া কাপের জন্য প্রথম দল নামাতে পারে৷ তবে ভারতীয় বোর্ডের তরফে সরকারি  ভাবে এখনও কোন সূচি প্রকাশ করা হয়নি৷ সংবাদসূত্রে জানা গেছে--- ‘‘জৈব দুর্গ নিয়ে ইতিমধ্যে চিন্তাভাবনা চলছে৷ ক্রিকেটারদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে কী ধরনের ব্যস্ত সূচি হতে চলেছে৷ তাঁদের জানাতে   বলা হয়েছে  কখন বিশ্রাম নিতে চান তাঁরা৷’’ এই সফরে বেশিরভাগই টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত৷