ভারতের স্পিনের ভবিষ্যৎ কি ঝঁু কির মুখে --- বলছেন বেঙ্ক ট রাজু

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

১২ রানে ছয় উইকেট নিয়েছেন পাঁচ বার  ম্যাচে ১০ উইকেটও নিয়েছেন একবার আজহার উদ্দিন-ওয়াদেকরের তিন স্পিনার থিওরির অন্যতম স্তম্ভ ছিলেন তিনি খেলা ছাড়ার পর জাতীয় নির্বাচক হয়েছিলেন রয়েছে ইডেনের সঙ্গে আত্মিক যোগ কেরিয়ারের শেষ টেষ্ট ক্রিকেট খেলেছিলেন তিনি নন্দনকাননেই বাঁ-হাতি স্পিনারের কাছে এখন  সকলেই জানতে চাইছেন ভারতীয় স্পিন কি এখন ঝঁুকির মুখে

এর উত্তরের পরিপ্রেক্ষিতে তিনি জানান--- এখন সাদা বলের  ক্রিকেটেই বেশি ফোকাস করা হয় আর পেসারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আর পেস বোলিংয়ে বিপ্লব ঘটেছে এদেশে এখন তারজন্য পেসাররাই বেশি গুরুত্ব পাচ্ছে বলে মনে হয় উইকেটে ঘাস এতবেশি থাকে, আর প্রচুর ম্যাচ হওয়ার কারণে আলাদা করে প্রতি ম্যাচের জন্য উইকেট তৈরিও করা যায় না অনেকক্ষেত্রে আর একটা কথা ফিটনেস  ফিটনেস আকাশ-পাতাল তফাত আমাদের সময়ের থেকে এখন পেস বোলিংয়ে অনেক রকমের ফারাক দেখা যায়

আমি যখন খেলতে শুরু করি তখন স্পিনারই হতে চেয়েছিলাম স্পিনারদের দাপট ছিল সেই সময় সেটাই প্রভাব ফেলেছিল তখন উইকেট থেকে স্পিনাররা বেশি সাহায্য পেত লাল মাটির উইকেট থাকত এখন তো অনূর্ধ-১৯ ছেলেরাও ১৪০-১৫০ কিমি গতিতে বল করছে

ভারতের হাতে তো ভালই স্পিনাররা রয়েছে টেস্ট  ক্রিকেটের  গুরুত্ব এখনও আছে রবি চন্দন অশ্বিনের তো টেষ্টে ৩৬৫ উইকেট রয়েছে রবীন্দ্র জাডেজার রয়েছে দুশোর বেশি উইকেট আসলে প্রতি দুবছর অন্তরই  বিশ্বকাপ থাকে নয় ওয়ানডে বিশ্বকাপ, নয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ফলে  সাদা বলের ক্রিকেটের অন্য আকর্ষণ রয়েছে আবার জুনিয়ার ক্রিকেটাররা অনূধর্ব পর্যায়  থেকে বেরিয়ে নতুন ফরম্যাটে খেলা শুরু করে দেয় তাই আমি মনে করি না যে ভারতের স্পিন ভবিষ্যৎ ঝঁুকির মুখে পড়তে পারে