ভারতীয় দলের অধিনায়ক নেটে ভালো খেলছেন ও মাঠে গিয়ে পারছেন না৷ এই রকম ফর্মে খেললে ভবিষ্যতে কী হবে তা ভাবাচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞদের৷ দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর জানিয়েছেন কোহলির বড় রান আসছে না ঠিকই কিন্তু রান আসবে আর এটা শুধু স্রেফ সময়ের অপেক্ষা৷
রোহিত শর্মা এব্যাপারে জানিয়েছেন--- ‘কোহলিকে নিয়ে সবাই মুখ বন্ধ রাখলে ভাল হয়, মানসিকভাবে খুব না কি ভাল জায়গায় রয়েছেন কোহলি৷ তিনি জানেন খারাপ পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে৷’
কিন্তু কবে সেই ফর্ম ফিরে আসবে সেটাই এখন প্রশ্ণ একটার পর একটা ম্যাচে বেরিয়ে যাচ্ছে৷ বার বার তিনি হতাশ করছেন সকলকে৷
যে সমস্যাগুলি তাঁকে সব থেকে বেশি ভোগাচ্ছে তা হল তার ধারাবাহিকতার অভাব৷ সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর কিংবা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজেও সেই ছবিটা বার বার ধরা পড়েছে৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে এক মাত্র তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতরান করেছিলেন কোহলী৷ ৭৯ রান এসেছিল তাঁর ব্যাট থেকে৷ বাকি সিরিজে তাঁর ব্যাট চুপ করে থেকেছে৷ একদিনের সিরিজে আবার প্রথম ম্যাচে ৫১ ও তৃতীয় ম্যাচে ৬৫ করলে দ্বিতীয় ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন তিনি৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ কোহলী যথাক্রমে ৮,১৮ ও ০ রান করেছেন৷ গত বুধবার প্রথম টি২০ ম্যাচেও মত্র ১৭ রান করেছেন তিনি৷ এতে দর্শক মহলও খুব দুঃখিত৷ এবার দেখার পালা আগামী দিনে তিনি কীভাবে নিজের ফর্মে ফিরে আসতে পারবেন কি না?