আগামী বছর ইংল্যাণ্ডে বসছে বিশ্বকাপের আসর৷ তার প্রস্তুতি হিসেবে জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় ভারত খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ৷ তারপর নিউজল্যান্ডে বিরাট কোহালিরা খেলবেন পাঁচ ম্যাচের একদিনের সিরিজ৷ সামনের বছরে ভারতীয় ক্রিকেটারদের সামনে থাকছে বেশ কিছু রেকর্ডের হাতছানিও ৷
আইসিসির প্রতিযোগিতায় বরাবর ভালো খেলেন শিখর৷ বিশ্বকাপেও তাই ভরসা রয়েছে শিখর ধওয়নের উপর৷ একদিনের ক্রিকেটে ৫০০০ হাজার রানে পৌঁছতে তাঁর দরকার মাত্র ৬৫ রান৷ তা করলে বাঁ-হাতি ওপেনার হবে ৫০০০ হাজার রানে পৌঁছনো ১৩তম ভারতীয়৷
ধওয়ন যদি অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ই ৫০০০ রানে পৌঁছন, তবে হবেন বিশ্বের চতুর্থ দ্রুততম ক্রিকেটার৷ ১১৪ ইনিংসে পাঁচ হাজার রানে বিরাট কোহালি হলেন ভারতের দ্রুততম ক্রিকেটার৷ শিখর সেক্ষেত্রে নেবেন ১১৫ ইনিংস৷ হবেন দ্বিতীয় দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান৷ মহেন্দ্র সিংহ ধোনির আর মাত্র এক রান৷ তা হলেই একদিনের ক্রিকেটে ১০০০০ রানে পৌঁছবেন তিনি৷ মজার ব্যাপার হল ওয়ানডে ম্যাচে ধোনির এখনই ১০১৭৩ রান হয়ে গিয়েছে৷ কিন্তু তার মধ্যে ১৭৪ রান এসেছে এশিয়া একাদশের হয়ে ২০০৭ সালে৷ আর এক রান করলে দেশের হয়ে ১০০০০ রান পূর্ণ করবেন এম.এস.ডি৷
এই মূহূর্তে বিরাট কোহালির মোট আন্তর্জাতিক রান হল ১৮৬৬৫৷ ২০০০০ রানে পৌঁছতে তাঁর দরকার আর ১৩৩৫ রান৷ চলতি বছরে অস্ট্রেলিয়ায় তিনটি টি-টোয়েন্টি ও তিন টেস্ট খেলবে ভারত৷ আগামী বছর অর্র্থৎ ২০১৯-এ রয়েছে টানা আন্তর্জাতিক ক্রিকেট৷ ফলে, কোহালির ব্যাটে কুড়ি হাজার আন্তর্জাতিক রানের আশা করাই যায় ৷
৬২ ইনিংসের মধ্যে কোহালি যদি ২০০০০ রানে পৌঁছন , তা হলে তিনি হবেন দ্রুততম ব্যাটসম্যান৷ আর একটা রেকর্ডের হাতছানিও রয়েছে৷ এখন পর্যন্ত একদিনের ফরম্যাটে মোট ১৬২ চার মেরেছেন তিনি৷ আর ৩৮ চার মারলেই পৌঁছে যাবেন হাজার চারে৷ সেক্ষেত্রে হবে চতুর্থ ভারতীয়৷ সার্বিক ভাবে হবেন দ্বাদশ ক্রিকেটার৷ বিরাট কোহালির সামনে আরও এক রেকর্ডের হাতছানি রয়েছে৷ একদিনের ক্রিকেটে ৪৮টি হাফ সেঞ্চুরি রয়েছে৷ আর মাত্র দুটো পঞ্চাশ করলে পৌঁছে যাবেন ৫০তম হাফ-সেঞ্চুরিতে৷ ভারতীয়দের মধ্যে সচিন, রাহুল, সৌরভ, ধোনি, আজহার ও যুবরাজ এই কৃতিত্ব রয়েছে৷
এই মুহূর্তে একদিনের আন্তর্জাতিকে প্রথম এগারোয় জায়গা পাচ্ছেন না মহম্মদ শামি৷ ১০০ উইকেটের থেকে তিনি মাত্র ছয় উইকেটের দূরত্বে রয়েছেন৷ যদি পরের সাত ইনিংসে শামি এই ছয় ইউকেট নিয়ে ফেলেন, তবে একশো উইকেটে পৌঁছবেন দ্রুততম ভারতীয় হিসেবে৷ মুশকিল হল, চোট-আঘাতের জন্য ৫০ ওভারের ক্রিকেট থেকে কার্যত হারিয়ে যেতে বসেছেন তিনি৷
১০০ ওয়ানডে উইকেটের থেকে মাত্র এর উইকেটের থেকে মাত্র এক উইকেটের দূরত্বে রয়েছেন ভুবনেশ্বর কুমার৷ ১৫ একদিনের ম্যাচে ৩৮.২২ গড়ে তিনি নিয়েছেন ৯৯ উইকেট৷ যদি শামির আগে ভুবি ১০০ উইকেট নিয়ে ফেলেন, তবে ১৯ তম ভারতীয় হিসেবে কৃতিত্বের ভাগীদার হবেন৷ আর সেই সম্ভাবনাই বেশি৷