সংবাদদাতা
ক্রীড়াসাংবাদিক
সময়
বিশেষ ভাবে সক্ষম ক্রিকেটারদের তথ্য একত্রিত করতেই নথিভুক্ত করার এই পদ্ধতি শুরু হয়েছে। এমন সাপোর্ট স্টাফদেরও তথ্য নেওয়া হচ্ছে যাঁরা বিশেষ ভাবে সক্ষম ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন। ডিসিসিআই হচ্ছে বিসিসিআই সমর্থিত একমাত্র সংস্থা যারা বিশেষ ভাবে সক্ষম ক্রিকেটারদের নিয়ে কাজ করে। সমস্ত তথ্য নিয়ে এই সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডকে দেবে। বাংলা, পঞ্জাব, হায়দরাবাদ, পুদুচেরি, উত্তরপ্রদেশ, দিল্লি, ত্রিপুরার মতো রাজ্যের ক্রিকেট সংস্থারা ইতিমধ্যেই বিশেষ ভাবে সক্ষম ক্রিকেটারদের জন্য কমিটি তৈরি করেছে। ডিসিসিআই-এর সচিব রবিকান্ত চৌহন বলেন, “অনেক সংস্থা ভারতীয় দল বলে নিজেদের দাবি করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে না জানিয়েই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এগুলো ক্রিকেটারদের প্রতি অন্যায়। আমরা এই সব কিছু বন্ধ করতে চাই এবং পুরো বিষয়টা একটা ছাতার তলায় আনতে চাই।” বিশেষ ভাবে সক্ষম ভারতীয় দলে ক্রিকেটার নিয়োগ করা শুরু হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ২৬০০ ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন। এক সপ্তাহ আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিশেষ ভাবে সক্ষম ক্রিকেট কমিটি (ডিসিসিআই) তৈরি করেছে। ডিসিসিআই-এর সচিব রবিকান্ত চৌহন বলেন, “অনেক সংস্থা ভারতীয় দল বলে নিজেদের দাবি করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে না জানিয়েই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এগুলো ক্রিকেটারদের প্রতি অন্যায়। আমরা এই সব কিছু বন্ধ করতে চাই এবং পুরো বিষয়টা একটা ছাতার তলায় আনতে চাই।”