ভারতীয় ক্রিকেটে নতুন নজির গড়লেন হরিয়ানার যশবর্ধন দালাল

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

সিকে নাইডু ট্রফিতে মুম্বইয়ের বিরুদ্ধে তিনি খেললেন ৪২৬ রানের অপরাজিত ইনিংস৷ তাঁর ব্যাটিংয়ের সুবাদে ৮ উইকেটে ৭৩২ রান তুলেছে হরিয়ানা৷

গত বছর সিকে নাইডু ট্রফিতে ৩১২ রানের ইনিংস খেলেছিলেন উত্তরপ্রদেশের সমীর রিজভি৷ অনুর্ধ ২৩ পর্যায়ের এই প্রতিযোগিতার ইতিহাসে সেটাই ছিল এক ইনিংসে কোনও ব্যাটারের সর্র্বেচ্চ রানের নজির৷ শনিবার তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন যশবর্ধন৷ তিনি ৪২৬ রানের অপরাজিত ইনিংস খেলে নতুন কীর্তি গড়লেন৷ হরিয়ানার ওপেনারের ৪৬৩ বলের ইনিংসে রয়েছে ৪৬টি চার এবং ১২টি ছক্কা৷ হরিয়ানা অবশ্য তাদের ইনিংস ডিক্লেয়ার করেনি৷ তাই গত রবিবার নিজের ইনিংসকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন তরুণ ব্যাটার৷

যশবর্ধনের এই ইনিংসের সুবাদে ম্যাচে ভাল জায়গায় হরিয়ানাও৷ মুম্বইয়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে তাদের রান ৮ উইকেটে ৭৩২৷ হরিয়ানার অপর ওপেনার অর্শ রাঙ্গা করেছেন ১৫১ রান৷ ৩১১ বলের ইনিংসে তিনি মেরেছেন ১৮টি চার এবং ১টি ছয়৷ প্রথম উইকেটের জুটিতে অর্শ এবং যশবর্ধন তোলেন ৪১০ রান৷ দলের বাকি কোনও ব্যাটার অর্ধশতরানও করতে পারেননি৷ মুম্বইয়ের সফলতম বোলার অথর্ব ভোঁশলে ১৩৫ রানে ৫ উইকেট নিয়েছেন৷