ভারতীয় টেস্ট দলের প্রশংসায় সুনীল গাভাস্কর

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

এমএল জয়সীমা স্মৃতি সভায় আবেগে গা ভাসিয়ে দিলেন পুরনো বন্ধু গাওস্কর৷ জয়সীমার নামাঙ্কিত অ্যাকাডেমিতে বক্তব্য রাখছিলেন তিনি৷ সেখানেই ভারতীয় দল সম্পর্কে, ‘‘ভারতের সর্বকালের সেরা টেস্টদল এটাই৷’’ সভায় কোহালীর সুরে সুর মেলাতে দেখা যায় ভারতের প্রাক্তণ অধিনায়ককে৷ মাঠের আম্পায়ারের আপাত দৃষ্টিতে নেওয়া সিদ্ধান্ত নিয়ে খুশি নন গাওস্কর৷ ইংল্যাণ্ড সিরিজের সময় কোহালী বলেছিলেন ‘‘মাঠের আম্পায়ারদের আপাত দৃষ্টিতে নেওয়া সিদ্ধান্ত অনেক সময়ই গুরুত্বপূর্ণ হয়ে যায় ম্যাচের জন্য৷ পাল্টে দিতে পারে ফলাফল৷ এ বার আমাদের ক্ষতি হয়েছে, পরের বার অন্য কোনও  দলেরও হতে পারে৷’’

কোহালীর এই বক্তব্যের পরেই ভারতীয় বোর্ড এ বারের আই.পি.এল থেকে মাঠের আম্পায়ারদের আপাত দৃষ্টিতে নেওয়া সিদ্ধান্ত বাতি করে দেয়৷ গাওস্কর বলেন, ‘‘এখানে যদি এটা কাজে লাগে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটেও দেখা যেতে পারে৷’’