ভারতকে অলিম্পিক্সে সেরা সাফল্য দিলেন পানীপতের নীরজ

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

জীবনের প্রথম অলিম্পিক্সে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়ে দেশকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে দিলেন সোনা ভারতের পানীপতের খান্ডরা গ্রামের বছর ২৩ এর ছেলে নীরজ চোপড়া৷

অলিম্পিক্স থেকে দেশকে প্রথমবার সোনা এনে দেওয়ার পরের দিন তার শরীর একটু খারাপ ছিল৷ গত সোমবার ভারতে পা রাখেন নীরজ৷

গত সোমবার নয়াদিল্লীতে ক্রীড়ামন্ত্রকের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের নীরজ জানিয়েছেন--- ‘‘ আমার মনে হয়েছিল  যে একটা কিছু  বিশেষ করেছি৷ কিন্তু সেই বিশেষ ব্যাপারটা যে কী, তা টের পেলাম পরের দিন৷ শরীরে দারুণ ব্যথা৷ তবে এটা ভেবে ভাল লেগেছিল, সেই ব্যথা মূল্যহীন হয়নি৷ আমি বলব, এই পদকটা পুরো দেশের ৷’’ সঙ্গে-এ-ও জানিয়ে দিয়েছেন, প্রতিযোগিতার  মঞ্চে ভয়কে জয় করার মন্ত্রটাও রপ্ত করা দরকার৷ নীরজের কথায়, ‘‘আমি বলব, প্রতিপক্ষ হিসেবে যে-ই থাকুন, ভয় পাওয়ার প্রয়োজন নেই৷ আসল কথা হল নিজের সেরা পারফরম্যান্সটা দেখাতে হবে৷  সেই কারণেই কিন্তু এই সোনা এসেছে৷ প্রতিপক্ষকে কোনও সময়ে ভয় পাবেন না৷’’

এছাড়া ৪১ বছর বয়সে  অলিম্পিক্স হকিতে পদক জয়ে উল্লসিত পুরুষ দলের অধিনায়ক মনপ্রীত সিংহ৷ তিনি বলেছেন,‘‘দারুণ একটা অনুভূতি হচ্ছে৷ তবে সেই সঙ্গেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই কেন্দ্রীয় সরকার, সাই ও ভারতীয় অলিম্পিক সংস্থাকে৷ তাদের সহযোগিতা ছাড়া এই উচ্চতায় পৌঁছানো সম্ভব হত না৷’’ অভিষেক অলিম্পিক্স থেকে মেয়েদের বক্সিংয়ে পদক নিয়ে ফেরা লভলিনা বরগোহাঁই বলেছেন---‘‘দেশে ফিরতে পেরে দারুণ আনন্দ হচ্ছে৷’’ লাভলিনার অন্যতম কোচ শিব সিংহ বলেন, ‘‘আমি মনে করি অভিষেক অলিম্পিক্সে ব্রোঞ্জ পাওয়াও দারুণ কৃতিত্বের৷ পরের অলিম্পিক্স থেকে সোনা জিতে ফেরার ব্যাপারে লাভলিনাকে ঘিরে স্বপ্ণ দেখা যায়৷’’