ভাষা শহীদ স্মরণে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

উত্তর ২৪ পরগণা ঃ এই জেলার ব্যারাকপুর, বারাসাত, নৈহাটি কাঁকিনাড়া খড়দহ প্রভৃতি স্থানে ভাষা শহীদদের  প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সভার আয়োজন করা করে ‘আমরা বাঙালী’ উত্তর ২৪পরগণা জেলায় কমিটি৷ বিভিন্ন সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত দাশ, তপোময় বিশ্বাস, অরূপ মজুমদার, গৌতম মণ্ডল, সৈকত ঘোষ, প্রমুখ৷ নৈহাটির সভায় উপস্থিত ছিলেন স্বামী আগমানন্দ, ব্যারাকপুরে ভাষা শহীদ স্মরণ সভায় বিশেষ সম্মান প্রদান করা হয় ডাক্তার জগদীশ হালদার কে৷ উল্লেখযোগ্য ডাক্তার হালদারের নাম পদ্মশ্রী প্রাপক তালিকায় নথিভুক্ত হয়েছে৷ তাঁকে ২১শে ফেব্রুয়ারীর ব্যাচ পরিয়ে দেন যুবনেতা তপোময় বিশ্বাস, পুষ্পস্তবক দিয়ে সম্মান প্রদান করেন জেলাকমিটির সদস্য অরূপ মজুমদার,উত্তরীয় পরিয়ে দেন ডাক্তার দীনেশ বিশ্বাস৷

হাওড়ায় ২১শে স্মরণে ঃ ‘আমরা বাঙালী’ হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে  মর্যাদার সঙ্গে আর্ন্তজাতিক ভাষা দিবস পালন করা হয়৷ একটি অটো করে উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের আমতা কলাতলা গাজীপুর মনসাতলা, তুলসীবেড়িয়া প্রভৃতি স্থানে সভা করে আন্তর্জাতিক ভাষা দিবসের গুরুত্ব ও ২১শে শহীদদের শ্রদ্ধা জানান শ্রী অর্ণব কুণ্ডু, গোপা শীল কৌস্তব সাহা প্রমুখ৷ বিভিন্ন স্থানে সভার ব্যবস্থাপনায় ছিলেন--- সুব্রত সাহা, বাপী মান্না, সমর ভৌমিক, অমল ঘোষ, ভদ্রেশ্বর অধিকারী, সুভাষ মণ্ডল প্রমুখ৷

জামশেদপুরে ভাষা দিবস ঃ পশ্চিম রাঢ় বাঙলার  ঝাড়খণ্ড রাজ্যে জামশেদপুর শহরে ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে সাকচি গোল চক্করে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে  একটি স্মরণ সভার  আয়োজন করা হয়৷ এখানে নেতৃবৃন্দ শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ও ভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন৷ ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম পশ্চিম সিংভূম সরাইকেলা খরসোয়া প্রভৃতি জেলার কর্মীবৃন্দ এইসভায় সমবেত হয়েছিলেন৷