লেখক
কল্যাণী ঘোষ
এসো তুমি দীনদয়াল
দীনের কুটিরে
বসে আছি তব প্রতীক্ষায়....
আছে আসন...
ফুল করেছি চয়ন
সযতনে গেঁথেছি মালা৷
পরাবো তোমার গলে–
মালা যে শুকায়....
চুপে চুপে এস তুমি
সুরভিতে মাতাও....
আকাশ বাতাস৷
নামে গানে মত্ত আমি
এবার বসেছি পূজোয়
মর্মমূলে এস তুমি
বোস আসনে৷
দীন আমি, হীন নয়–
তোমার গুণে গুণী
তোমার রূপে রূপসী,
তুমি আমার অহংকার–
তোমারেই পূজি
তোমারেই প্রণমি৷
- Log in to post comments