ভোট সর্বস্ব বাঙলায় বাড়ছে করোনার দাপট

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

রাজ্যে ম্যারাথন নির্বাচনে রাজনৈতিক দলগুলির লাগাম ছাড়া জমায়েতে  কোন স্বাস্থ্যবিধি মানার প্রয়োজন মনে করে না৷ এদিকে রাজ্যে সংক্রমণ বাড়ছে  লাফিয়ে লাফিয়ে৷ একসময় দৈনিক সংক্রমণ কমতে কমতে দেড়শতের  নীচে নেমে গিয়েছিল৷ কিন্তু এক মাসের মধ্যেই তা বাড়তে বাড়তে দু’হাজার ছাড়িয়েছে৷ পাশাপাশি মৃত্যুর হারও বাড়ছে৷ ইতিমধ্যে মালদহে এক শিক্ষিকা কোভিড আক্রান্ত  হয়ে মারা গেছেন৷ উনি  মালদার একটি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা৷ তিনি উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষায় গার্ড দিয়ে বাড়ী এসে অসুস্থ হয়ে পড়েন৷ অন্য শিক্ষিকাদের অবশ্য করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে৷ তিনি যে ক্লাসে ডিউটি করছিলেন সেই ক্লাসের সমস্ত ছাত্র-ছাত্রাদেরও কোভিড পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে এখনও পর্যন্ত করোনার দাপট নিয়ে জনগণের কোন হেল দোল নেই৷ পথে ঘাটে ট্রেনে বাসে অনেকেই বিনা মাস্কে ঘুরে বেড়াচ্ছেন৷ স্যানিটাইজেশনের ব্যবহারও খুব একটা করছে না৷ করোনার দাপট ও জনগণের আচরণ নিয়ে উদ্বিগ্ণ স্বাস্থ্যদপ্তর৷